NNS : বিহারের ঔরঙ্গাবাদ শহরে রাম নবমী উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজণা দেখা দেওয়ায় জেলা প্রশাসন শহরে কার্ফু জারি করেছেন | দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে | যদিও জেলা প্রশাসন গুলির নির্দেশের কথা স্বীকার করেন নি | জেলার শহরাঞ্চলে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে |
জানা গেছে যে ঔরঙ্গাবাদ জেলার শহরে সিটি রোডের কাছে ৫০ টি দোকানে আগুণ লাগানো হয় | ২০ জন সাধারণ মানুষ সহ ৭০ জন আহত হয়েছেন বলে খবর | সাম্প্রদায়িক উত্তেজণা রুখতে বিহার প্রশাসন ব্যার্থ বলে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা অভিযোগ তুলেছেন |
0 comments:
Post a Comment