মনোনয়ন জমা দেওয়া শুরু হতেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে !!!


Indiapost24Web Desk :  পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে বাড়তি 4 ঘন্টার মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হতেই শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে| মুর্শিদাবাদের হরিহর পাড়ার ঘটনা| ইট - লাঠি নিয়ে শাসক দলের লোকজন চড়াও হয় বলে অভিযোগ| সোমবারই মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে| 

এদিন সকাল থেকেই বি ডি অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন বিরোধী প্রার্থীরা| তখনি  আক্রমণ হয়| জেলার বিভিন্ন অংশ থেকে অশান্তি ও সন্ত্রাসের খবর পাওয়া গেছে| যদিও শাসক তৃণমূল কংগ্রেস সব অভিযোগ খারিজ করে দিয়ে পাল্টা বলেছেন যে,কংগ্রেস ও  সিপিএম জেলায় পুরোপুরি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাস, হিংসা গল্প তৈরি করছেন|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment