বজবজ ভাগার কাণ্ডের মূল পাণ্ডা গ্রেপ্তার !!!




  Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বজবজ ভাগার কাণ্ডের মূল পাণ্ডা বিশ্বনাথ ভরে  ওরফে বিশুকে পাকড়াও করল পুলিশ | গতকাল রাতে  সোনারপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে | ভাগার কাণ্ডের তদন্তে বিহার থেকে গ্রেপ্তার করা হয় সানি মালিক নামে এক যুবককে | তাকে জেরা করেই পুলিশ  বিশুর সন্ধান পায় | বিশুর  বরফ কলে পচা  মাংস রাখা হত বলে অভিযোগ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment