সন্দেশখালিতে বৃদ্ধা ধর্ষণে প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি মহিলা মোরচা সভানেত্রী লকেট বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতা মারা যাবার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি । মঙ্গলবার এন আর এস হাসপাতালে পুলিশ দিয়ে আটকানো হয়েছিল কগ্রেস ও বিজিপির নেতা নেত্রীদের। বৃহস্পতিবার সকালে নিদিষ্ট সময় অনুযায়ী ধামাখালি থেকে নৌকো করে সন্দেশখালির উদ্যেশে রহনা দেয় লকেট সহো জেলা নেতৃত্বের একটি দল।
বিস্তারিত পড়ুন...
0 comments:
Post a Comment