মন্দিরের পাশে কসাইখানার প্রতিবাদে বিজেপি কর্মীরা



মন্দিরের পাশে কসাইখানার প্রতিবাদে বিজেপি কর্মীরা।নবদ্বীপে চৈতন্যদেবের মন্দিরের পাশে কসাইখানা নির্মাণের প্রতিবাদে বৃহস্পতিবার পথে নেমে ধিক্কার জানায় বিজেপির কর্মকর্তারা।তাদের দাবী,এই ধাম বিশ্বজুড়ে পবিত্র হিন্দুত্ববোধের প্রতীক।সারা বিশ্বের মানুষ আসে তীর্থ করবার জন্য।দেশি থেকে বিদেশী সমস্ত ধরনের পূর্ণাথীরা আসে পুণ্য অর্জন করবার জন্য।আর তার পাশেই তৈরি হচ্ছে কসাইখানা।এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ করলেও কোনো কর্ণপাত করেননি তারা।প্রশাসন,পৌরসভা সবাই নিশ্চুপ।আর এরই প্রতিবাদে আজ লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপির কর্তারা।   
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment