বিদ্রোহের ধজ্জা তুললেন হরকা বাহাদুর ছেত্রী ......

কালিম্পঙের প্রাক্তন গোরখা জনমুক্তি মোর্চা এর বিধায়ক তথা বৰ্তমানে জন আন্দলোন পার্টির শীর্ষ নেতা হরকা বাহাদুর ছেত্রী পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী তথা তার সরকার এবং বিনয় তামাং -অনিত থাপদের বিরুদ্ধে বিদ্রোহের ধজ্জা উরিয়ে আজ নবান্নে পাহাড় সমস্যা নিয়ে রাজ্য সরকারে এর ডাকা বৈঠক বয়কট করেছেন |
একইসঙ্গে বিমল গুরুংয়ের শক্ত ঘাঁটি পাতলেবাসে গুরুংপন্থীদের বাড়িতে আগুন লাগিয়ে তা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানোর পাশে এর পেছনে রাজ্য পুলিশের হাত থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন |জানা গেছে ,বিনয় তামাংদের যে ভাবে রাজ্য সরকার তোল্লাই দিচ্ছে তাতে প্রচন্ড ক্ষুব্ধ হরকা বাহাদুর ,জি এন এল এফ ,গোর্খা লিগ ,সিপিআরএম সহ দলগুলি |এতে পাহাড়ে নতুন সমীকরণের বীজ মাথাচাড়া দিচ্ছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment