কালিম্পঙের প্রাক্তন গোরখা জনমুক্তি মোর্চা এর বিধায়ক তথা বৰ্তমানে জন আন্দলোন পার্টির শীর্ষ নেতা হরকা বাহাদুর ছেত্রী পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী তথা তার সরকার এবং বিনয় তামাং -অনিত থাপদের বিরুদ্ধে বিদ্রোহের ধজ্জা উরিয়ে আজ নবান্নে পাহাড় সমস্যা নিয়ে রাজ্য সরকারে এর ডাকা বৈঠক বয়কট করেছেন |
একইসঙ্গে বিমল গুরুংয়ের শক্ত ঘাঁটি পাতলেবাসে গুরুংপন্থীদের বাড়িতে আগুন লাগিয়ে তা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানানোর পাশে এর পেছনে রাজ্য পুলিশের হাত থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন |জানা গেছে ,বিনয় তামাংদের যে ভাবে রাজ্য সরকার তোল্লাই দিচ্ছে তাতে প্রচন্ড ক্ষুব্ধ হরকা বাহাদুর ,জি এন এল এফ ,গোর্খা লিগ ,সিপিআরএম সহ দলগুলি |এতে পাহাড়ে নতুন সমীকরণের বীজ মাথাচাড়া দিচ্ছে |
0 comments:
Post a Comment