রাজ্যের সব মেডিকেল কলেজে মার্শাল আর্ট শেখানোর সির্দ্ধান্ত

মোস্তাক আহমেদ : দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে বাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দুহাজার বছরের পুরোনো মার্শাল আর্ট তাইকোন্ডো শেখনোর সির্দ্ধান্ত নিলো রাজ্য স্বাস্থ্য দপ্তর । এর আগে ভারতের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ( এইমস ) ছাড়াও আইআইটি কানপুর , আইএসআই কলকাতা , আইআইটি রুরকি সহ দেশের একাধিক শীর্ষ মেধা প্রতিষ্ঠানে তাইকোন্ডো শেখানো শুরু হলেও , দেশের কোন রাজ্য সরকার সুনিদিষ্ট ভাবে নিজের কোনও দপ্তরের অধীনস্থ সব প্রতিষ্টানে এটি শেখানোর সির্ধান্ত নেয়নি । যা প্রথম নিল বাংলা । শুধু  চিকিৎসক বা হবু ডাক্তাররাই নন , চাইলে রাজ্যের ১৩টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনও সাস্থ্য কর্মী , নার্স ,প্রশাসনিক কর্তা - সকলেই শিখতে পারবেন এই মার্শালাট । এ ধরণের মার্শাল আর্টে আত্মরক্ষার কৌশল শেখানো হয় ।




Source-AITC


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment