ভারতে ভয়াবহ বায়ুদূষণ,উদ্বেগে নাগরিক সমাজ ......

Shahnaj Parvin:দেশজুড়ে ২০১৫ সালে বায়ুদূষণের কারনে বিভিন্ন রাজ্যে ২৫ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হয়েছেন বলে জানিয়েছে  চিকিৎসা সাময়িকী "দা ল্যানসেট কমিশন অন পলিউশন এন্ড হেলথ |আমাদের দেশে এই ভয়বহ মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চীন |৪০ জন বিশ্বের বিশিষ্ট বিজ্ঞানী পরিচালিত এক গবেষণা পত্র থেকে এই প্রতিবেদনটি তৈরি হয় |প্রতিবেদনে বলা হয় যে ,বিশ্বজুড়ে যত মৃত্যু হয় তার মধ্যে প্রতি ৬ জনের ১ জনের মৃত্যু দূষণজনিত কারনে |দুষনে ৯০ লক্ষ মানুষের মৃত্যু হয় যা এইডস ,যক্ষা ম্যালেরিয়ায় আক্রন্ত মৃত্যুর হারের চেয়ে তিনগুন বেশি |পরিবেশবাদী প্রিয় অর্থের একজন লেখক ও উপদেষ্টা কার্তিক সান্দিলা বলেছেন যে ,বিশ্বায়ন ,খনির খোড়াঁখুড়ি ,কল -কারখানায় কাজ তুলনামুলকভাবে গরিব দেশগুলিতে স্থানান্তরিত হয়েছে |যেখানে পরিবেশগত নিয়মকানুন ও প্রয়োগের বিষয়টা যঠেষ্ট ঢিলেঢালা |অতি মাত্রায় বায়ুদূষণ যদি হতে থাকে তাহলে মানুষের শ্বাসযন্ত্র ও প্রদাহযন্ত্র ক্ষতিগ্রস্ত হয় |এতে হৃদরোগ ,ক্যান্সার ,স্টোক হতে পারে |২০১৫ সালে বিশ্বজুরে বায়ুদূষণে মৃত্যু হয়েছে ৬৫ লক্ষ মানুষের , যে মৃত্যুর হার এ পর্যন্ত সর্বোচ্চ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment