NNS:এখনও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত বিশ্বে এর ১৩ কোটি মেয়ে |পশ্চিম দেশগুলিতে মেয়েদের শিক্ষার হার বাড়লেও ,আফ্রিকা সহ বেশ কিছু দেশে স্কুল এ মেয়েদের সংখ্যা নগন্য |দক্ষিণ এশিয়াতেও এক ই পরিস্হিতি |রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ,পরিসংখ্যান অনুযায়ী বিগত দশকে বিশ্বে এর বেশ কিছু দরিদ্র দেশে স্কুল সংকট মোকাবিলায় তেমন উন্নতি হয়নি |তাই আন্তর্জাতিক মেয়ে শিশু দিবসে রাষ্ট্রসঙ্ঘ একটি ক্যাম্পইন ,'ওয়ান 'পরিচালনা করছে |এখানে মেয়েদের পড়াশুনার জন্য প্রতিকূল ১০ টি দেশে এর তালিকা তৈরি হয়েছে |সিরিয়া সহ কয়েকটি দেশে অপর্যাপ্ত তথ্য -পরিসংখ্যানের অভাবে অনেকগুলো দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ |
০ দক্ষিণ সুদান -বিশ্বে এর নবীনতম স্বাধীন দেশ দ্বন্দ্ব সংঘাতের মুখোমুখি হয়েছে .এখানে তিন চতুর্থাংশ মেয়েরা প্রাথমিক স্কুলের গন্ডি পেরোতে পারে না |o মধ্যে আফ্রিকান প্রজাতন্ত্র -৮০ জন শিক্ষার্থীর মধ্যে ১ জন শিক্ষক |
o নাইজেরিয়া -১৫ থেকে ২৪ বছরের মেয়েদের মধ্যে ১৭%শিক্ষিত |
o আফগানিস্তান -লিঙ্গ বৈষম্য আছে বলে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি .
o মালি -৩৮% মহিলা প্রথমিক শিক্ষার গণ্ডি পেরোতে সক্ষম |
o গিনি -২৫ বছর বয়সের বেশি মহিলা পড়াশোনায় ১ ঘণ্টার কম সময় বায় করতে পারে |
o লাইবেরিয়া -দুই তৃতীয়াংশ শিক্ষার্থী স্কুল এ যায় না |
o ইথিওপিয়া -৫ জনের মধ্যে ২ জন মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয় |
o মালি -৩৮% মহিলা প্রথমিক শিক্ষার গণ্ডি পেরোতে সক্ষম |
o গিনি -২৫ বছর বয়সের বেশি মহিলা পড়াশোনায় ১ ঘণ্টার কম সময় বায় করতে পারে |
o লাইবেরিয়া -দুই তৃতীয়াংশ শিক্ষার্থী স্কুল এ যায় না |
o ইথিওপিয়া -৫ জনের মধ্যে ২ জন মেয়ের ১৮ বছরের আগেই বিয়ে হয় |
২০১৬ সালের রাষ্ট্রসংঘের বক্তব্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বিশ্বে এর শিক্ষা বাবস্থা নিয়ে আন্তর্জাতিক লক্ষমাত্রা অর্জন করতে হলে ৬ কোটি ৯০ লক্ষ শিক্ষকের প্রয়োজন |ক্যাম্পইন ওয়ান এর প্রেসিডেন্ট গেইল স্মিথ মেয়েদের পড়াশোনার ব্যার্থতাকে দারিদ্র উস্কে দেওয়ার বৈষয়িক সংকট বলে উল্লেখ করেছেন |তিনি বলেছেন ১৩ কোটির মেয়েরা স্কুল এ যেতে পারছে না |স্বাভাবিকভাবে রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বিশ্বে এর বড় অংশ আফ্রিকা ,দক্ষিণ এশিয়ার মেয়েশিশুরা কিভাবে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তার ভয়াবহ রুপ উঠে এসেছে |
0 comments:
Post a Comment