পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এবার সক্রিও হচ্ছে পশ্চিমবঙ্গে

মোস্তাক আহমেদ জমাদার : পপুলার ফ্রণ্ট অফ ইন্ডিয়া বা পি এফ আইকে নিয়ে কেরালায় সংঘ পরিবার ও বাম শিবিরের রাজনৈতিক লড়াই চলছে । পি এফ আই কেরালায় মৌলবাদি ও জঙ্গিদের মদতপুষ্ট সংগঠন বলে অভিযোগ তুলেছে আর এস এস - বিজেপি নেতৃত্ব । এজন্য কেরালার সিপিএম নেতৃত্বাধীন
বাম গণতান্ত্রিক ফ্রণ্ট সরকারের মুখমন্ত্রী পিনারাই বিজয়নকেও আক্রমণ শানাচ্ছে আর এস এস - বিজেপির কেরালা শাখার নেতার । তাঁদের অভিযোগ যে , সিপিএম ও কেরালা সরকারের মদতেই পপুলার ফ্রণ্ট অফ ইন্ডিয়ার প্রভাব বাড়ছে । যাঁদের নিয়ে বিতর্ক সেই পি এফ আই এবার পশ্চিমবঙ্গেও সক্রিয় হওয়ার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করেছে । বিজেপির অভিযোগ যে , মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যে মুসলিম মৌলবাদীদের মদত দিয়ে নির্বাচনের আসরে ডিভিডেন্ট পেতে চাইছেন । যদিও বিভাজনের লক্ষ্যে বিজেপি নানা অভিযোগ তুলছে বলে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমুল নেতারা ।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment