পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত নির্বাচন তৎপরতা শুরু রাজনৈতিক শিবিরে

শ্চিমবঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সক্রিয়তা শুরু হয়েছে..রাজ্যের শাসক  দল তৃণমূল কংগ্রেস বুথ স্তর পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের  কাঠামো তৈরি করে ফেলেছে..


মুকুল রায় বিজেপি মুখি হওয়ার পর পশ্চিম বর্ধমান এ যে তার কোনো প্রভাব পড়বে না সে বিষয়ে একমত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব.. এই জেলায় তুলনামূলক বিজেপি পার্টি এর সক্রিয়তা বাড়লেও জেলার প্রায় 60% বুথ এ  তাদের কোনো সাংগঠনিক কাঠামো তৈরি করতে সম্ভব হয়নি এই পর্যন্ত..অন্যদিকে সিপিএম  প্রাণপণে চেষ্টা চালাচ্ছে পঞ্চায়েত বুথ  স্তর পর্যন্ত সংগঠন গড়ে তুলতে..

 সিপিএমের এক শীর্ষ নেতা কবুল করেছেন যে জেলার পঞ্চায়েত নির্বাচনে এ পর্যন্ত 25 থেকে 30 শতাংশ আসনে সিপিএমের প্রার্থী দেওয়ার পরিস্থিতি তৈরী রয়েছে এবং আগামী দিনে আরও বহু গ্রামীণ বুথ এ সিপিএম ঢোকার  চেষ্টা চালাবে বলে দলীয় সূত্রের খবর.
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment