মোদীর চাপ আরোও বাড়িয়ে দিলো বিশ্ব ব্যাঙ্কের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস


আন্তর্জাতিক অর্থ তহবিল দেশের জাতীয় ব্যাঙ্ক রিসার্ভ ব্যাঙ্ক মোদি সরকারের স্নায়ুর চাপ বাড়িয়ে আর্থিক বৃদ্ধির হার কমার পূর্বাভাস দিয়েছিলো |বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ২০১৫ ওই ৮.৬% থেকে কমে ভারতের ডিজিপি ( গড় অভ্যন্তরীন উৎপাদন )হার কমে ২০১৭ এর হতে পারে ৭.৫ % |নোট বাতিল ও জিএসটি রূপায়ণ জনিত কারনে ডিজিপির হারের ওই পতন ঘটতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক |

এর পাশাপাশি বেসরকারী লগ্নির ক্ষেত্রে যে বাধা রয়েছে তার ফলে ভারতের আর্থিক বৃদ্ধি ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক |গতকাল আইএমএফ ২০১৭ তে ভারতের ৬.৭% ডিটিপি হারের পূর্বাভাসের তুলনায় ০.৫% কম |

চিনের বৃদ্ধির হার ভারতের তুলনায় কিছুটা বেশি ৬.৮% হবে বলে পূর্বাভাস আইএমএফের |দক্ষিন এশিয়ার অর্থনীতি সম্পর্কে বিশ্বব্যাঙ্ক বলছে নোট বাতিল ও জিএসটির প্রভাব ভারতের অর্থনীতিতে পরেছে |



বেসরকারি লগ্নির সঙ্গে সরকারী ব্যায়ের ভারসাম্য রেখে সঠিক নীতি গ্রহন করলে ২০১৮ ভারতের বৃদ্ধির হার বেড়ে ৭.৩% পৌঁছতে পারে বলে রিপোর্ট এ মন্তব্য করা হয়েছে |বিশ্বব্যাঙ্ক বলছে ভারতের আর্থিক বৃদ্ধির হারের শ্লথগতি দক্ষিন এশিয়ার বৃদ্ধির হারকে প্রভাবিত করেছে |ফলে পূর্ব এশিয়ার পরে দ্বিতীয় স্হানে নেমে গিয়েছে দক্ষিন এশিয়া .বিশ্বব্যাঙ্কের রিপোর্ট বলছে ,ভারতের জিডিপির হার ২০১৫ -১৬ এর ৮% থেকে কমে ২০১৬ এর ৭.১% এবং ২০১৭ এর অর্থবর্ষে আরও কমে হয়েছে ৫.৭%|

পর্যবেক্ষক মহল মনে করছেন ,আইএফএফ ও বিশ্ব ব্যাঙ্ক এর ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার সম্পর্কে চলতি মূল্যায়নে মোদী সরকারের স্নায়ুর চাপ বাড়বে |একইভাবে রপ্তানি বাণিজ্যে ঘাটতি কমে রপ্তানি বাড়ার আশায় রয়েছেন মোদি প্রশাসন |উল্লেখ্য নোটবন্দী জিএসটি চালুর পর অর্থনীতিতে সাময়িক প্রভাব পরলেও কেন্দ্রীয় সরকার আত্মবিশ্বাসী যে ,অতি দ্রুত ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment