সমাজবাদী পার্টিতে মুলায়ম যুগের অবসান

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবার দলের জাতীয় কর্মসমিতির থেকে বাবা  মুলায়ম সিং যাদব ও কাকা শিবপাল যাদব কে সরিয়ে দিয়েছেন .. কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া ইতিমধ্যে  ৫৫ জন পদাধিকারী নামের তালিকা জমা দেওয়া হয়েছে.. তবে এই তালিকায়  মুলায়ম সিং যাদব ও শিবপাল যাদবের নেই নাম..দলের শীর্ষ পদে অখিলেশ যাদব নির্বাচিত হওয়ার পর মুলায়ম সিং যাদব জানিয়েছেন যে নিয়ে খুশি কিন্তু কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সমঝোতার লাইন কে  তিনি সমর্থন করেন না.

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment