সম্প্রতি মুক্তি পেয়েছে অজয়ের 'গোলমাল এগেইন'। বক্স অফিসে বেশ ভালোই আয় করছে ছবিটি।চলতি বছরে সবচেয়ে সফল সিনেমা অজয়ের এই 'গোলমাল এগেইন'। গত ২০ অক্টোবর মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে ১৫৩.৯৩ কোটি টাকা কালেকশন করেছে। তবে নতুন খবর হলো, খুব শিগগিরই অজয়ের পরবর্রী সিনেমা 'সিংহাম-৩' অাসছে। ছবিটি পরিচালনা করবেন রোহিত শেঠি।
তবে ছবিটি ২০১৬ সালের মালায়ালাম ছবি 'অ্যাকশন হিরো বিজু'র হিন্দি সংস্করণই করা হবে। তবে এই ব্যপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।এদিকে ২০১১ সালে মুক্তি পায় প্রথম ছবি 'সিংহাম' এতে অভিনয় করেন, অজয় দেবগণ ও কাজল আগারওয়াল। এরপর ২০১৪ সালে মুক্তি পায় 'সিংহাম রিটার্নস' এতে অভিনয় করেন,অজয় দেবগণ ও কারিনা কাপুর খান।
তবে ছবিটি ২০১৬ সালের মালায়ালাম ছবি 'অ্যাকশন হিরো বিজু'র হিন্দি সংস্করণই করা হবে। তবে এই ব্যপারে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।এদিকে ২০১১ সালে মুক্তি পায় প্রথম ছবি 'সিংহাম' এতে অভিনয় করেন, অজয় দেবগণ ও কাজল আগারওয়াল। এরপর ২০১৪ সালে মুক্তি পায় 'সিংহাম রিটার্নস' এতে অভিনয় করেন,অজয় দেবগণ ও কারিনা কাপুর খান।
0 comments:
Post a Comment