"ব্ল্যাকমেল করার অভিযোগে সাংবাদিক বিনোদ ভার্মা গ্রেপ্তার "

Indiapost24 Desk:বিজেপি শাসিত ছত্রিশগড় সরকারের এক মন্ত্রীকে নিয়ে একটি ভিডিও তৈরি করে তারপর সেই ভিডিও দেখিয়ে বিরোধিদের সংগে হাত মিলিয়ে ওই মন্ত্রীকে নানাভাবে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠলো সাংবাদিক বিনোদ ভার্মার বিরুদ্ধে | সূত্রের খবর ছত্রিশগড়ের ওই মন্ত্রির কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় এমনকি একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন সাংবাদিক বিনোদ ভার্মা | আজ ভোরে তিনটের সময় গাজিয়াবাদের বাড়ী থেকে জিজ্ঞাসাবাদের জন্য রায়পুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে | এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ারও সদস্য সাংবাদিক বিনোদ ভার্মা এর আগে "অমর উজালা "র ডিজিটাল বিভাগের সম্পাদকের দায়িত্ব সামলেছেন |
তিনি একসময় যুক্ত ছিলেন বিবিসির সংগে ও | মন্ত্রির এক অনুগামীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আজ ভোরে দিল্লির কাছে গাজিয়াবাদের বাড়ি থেকে ওই প্রবীন সাংবাদিককে থানায় নিয়ে আসে পুলিশ | ভিডিওটির ব্যাপারে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় | কথায় অসংগতি থাকায় তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ | তাঁর বাড়ীতে চলেছে তল্লাশিও | বিনোদ ভার্মার বাড়ি থেকে বেশ কিছু সিডি ও পেন ড্রাইভ উদ্ধার হোয়েছে বলে জানা গেছে | এক্ষেত্রে রাজ্য সরকারের দাবি , বিরোধী কংগ্রেসের সংগে যোগসাজশ করে ওই সাংবাদিক তাঁদের বিরুদ্ধে চক্রান্ত করছেন | ভিডিও বানিয়ে মন্ত্রিকে অপদস্থ করাও তাঁর একটি চাল বলে অভিযোগ | এদিকে সাংবাদিক গ্রেপ্তার হওয়ায় সোশ্যাল মিডিয়া জুরে প্রতিবাদের ঝড় উঠেছে | 

ছত্রিশগড়ের কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল বিনোদ ভার্মাকে গ্রেপ্তারের তীব্ৰ প্রতিবাদ করেছেন | সাংবাদিক ও মিডিয়াকে ভয় দেখিয়ে প্রচার করানোর পাল্টা অভিযোগ উঠতে শুরু করেছে ছত্রিশগড়ের বিজেপি সরকার ও দলীয় নেতাদের বিরুদ্ধে | কংগ্ৰেসের অভিযোগ ছত্রিশগড়ের বিজেপি সরকার ও দলের নেতারা দুর্নীতি ধামাচাপা দিতে মিডিয়া ও সাংবাদিকদের ভয় দেখাতেই বিনোদ ভার্মার মত এক প্রবীন সাংবাদিককে গ্রেপ্তার করেছেন | রাজস্থানে সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরতে চাইছে বিজেপি নেতৃত্ব | একই কায়দায় বিনোদ ভার্মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের অভিযোগ তুলছে বিরোধীরা |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment