সুস্থ পরিষেবা পেতে হলে আগামী পঞ্চায়েতে বিজেপিকেই আনতে হবে :জয় ব্যানার্জী

স্নেহাশিষ মুখার্জি : শুক্রবার বাঁকুড়ার ওন্ডা বিধানসভা অন্তর্গত রনপুর অঞ্চলে বিজেপির এক জনসভায় টলিউড খ্যাত অভিনেতা বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জী বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষকে সুস্থ পরিষেবা দিতে গেলে আগামী পঞ্চায়েতে বিজেপিকেই নিয়ে আস্তে হবে | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক অমল সরকার , বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জী , ও জেলা নেতৃত্ব | আনুমানিক ৬ -৭ হাজার লোক সমাগমের ভিড়ে বিজেপির প্রতিকী চিহ্ন তৃনমূল , সিপিএম , কংগ্রেস থেকে আগত নেতাদের হাতে তুলে দেওয়া হয় | 
প্রায় ৫০০ দলীয় কর্মী  এদিন বিজেপিতে যোগদান করে |তৃনমূলের স্থানীয় নেতাকে মঞ্চে বক্তব্য রাখতে বলা হলে তিনি বলেন - " মা মাটি মানুষ শুনে আমি তৃণমূলে গেছিলাম কিন্তু এখন মা কাঁদছে , মাটি ফাটছে , মানুষ হাহাকার করছে | তাই আমি বিজেপির প্রতিকী চিহ্ন থেকেই মা মাটি মানুষের উপকার করবো | তাই বিজেপিতে এলাম | উক্ত জনসভায় বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জী বলেন -" বাঁকুড়ার পত্রসায়ারে তৃণমূলের গোষ্ঠি দন্ধের জেরে পুলিশ একপক্ষকে তুলে নিয়ে যায় | তার প্রতিবাদে কর্মসমিতির সদস্যরা কর্মবিরতি করে | তো মানুষ কি এদের ভোট দিয়েছে কর্ম বিরতি করবার জন্য না কর্ম করবার জন্য ? এরা কথায় কথায় কর্ম বিরতি করছে নিজেদের মধ্যে গোষ্ঠীদন্ধ করছে | আর মমতা ব্যানার্জী কোটিকোটি টাকা খরচা করে সাংগঠনিক বৈঠক করছে , বৈঠক করে লোকদেরকে নিয়ে যাচ্ছে , পুরো নবান্ন তুলে নিয়ে আসছে , আর নিয়ে এসে বলছে এই ঝগড়া করবিনা , এটা করবি না , ওটা করবি না , মিলে মিশে চল | সবাই ব্যাটারির পুতুলের মত মাথা নাড়ছে , মমতা ব্যানার্জী এক গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে , আর এক গেট দিয়ে গোষ্ঠী দন্দ্ব , সিন্ডিকেটে বাজি শুরু হোয়ে যাচ্ছে | অসহ্য পশ্চিমবঙ্গের অবস্থা" | 

তিনি আরও বলেন - আর মোদীজির জনকল্যাণমূলক যে ৯৭ খানা প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর পরিষেবা যদি মানুষকে দিতে হয় তাহলে পঞ্চায়েতে বিজেপিকে নিয়ে আসতে হবে | তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি টাকা আসবে আপনারা পরিষেবা পাবেন | কারন এখন আপনারা কোন কিছু করতে গেলে যেমন বাড়ী করতে যান ২০ হাজার টাকা দিন , বাথরুম করতে যান ১৫ হাজার টাকা দিন | এই টাকা দিয়ে আপনারা যে পরিষেবাটা পাবেন তারও কোন গ্যারান্টী নেই | তাই টিএমসি কে একমুহূর্তও বিশ্বাস করা উচিত নয় | এখন পরিবর্তনের দরকার | এবং মোদিজির হাতে পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার দরকার | তাহলেই ধর্ষণ , সিন্ডিকেট , দালালবাজি , সন্ত্রাস , দুর্নীতিমুক্ত আমরা পশ্চিমবাংলা পেতে পারি , সেই পশ্চিমবাংলা সার্বিক শান্তি , ভালোবাসা , উন্নতি এবং সোনার বাংলা হবে যদি আপনারা বিজেপির পাশে থাকেন |








Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment