NNS:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহদের নিজেদের রাজ্য গুজরাট ও কংগ্রেস শাষিত হিমাচলপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত বলেই কেন্দ্র ও রাজ্য নেতাদের দাবি |গুজরাট ও হিমাচলপ্রদেশের পরিস্থিতি নিয়ে বিজেপির অভন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে যে ,গুজরাট বিরোধিরা যতই মোদি বিরোধিতার সুর চড়াক না কেন বিজেপির আসন সংখ্যা কিছুতেই ১৫০ নিচে যাবে না |কংগ্রেসের হাত থেকে প্রতিষ্ঠান বিরোধি মানষিকতাকে কাজে লাগিয়ে হিমাচলপ্রদেশে দলের ক্ষমতায় আশা সময়ের অপেক্ষা মাত্র |গুজরাট ,হিমাচলে হাইভোল্টেজ প্রচারে নামতে চলেছে বিজেপি |যার আকর্ষণের কেন্দবিন্দু নরেন্দ্র মোদি |
এক বেসরকারি সমীক্ষায় উঠে এসেছে যে ,গুজরাট আগে এর চেয়ে আসন বাড়িয়ে আবার ক্ষমতায় ফেরার সম্ভাবনায় রয়েছে বিজেপি |কংগ্রেস শাষিত হিমাচলে বিজেপি ৪০ বেশি আসন পেয়ে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে .কংগ্রেস খুব ভালো ফল করলে ২৫ -২৮ আসন পেতে পারে |তবুও গুজরাট নির্বাচনী প্রচার ও সংগঠনে কোন ফাঁক রাখছেননা বিজেপি সভাপতি অমিত শাহ |বিজেপি নেতৃত্বের চিন্তা হল নোটবন্দী ,জিএসটি সাধারন মানুষ ও ব্যাবসায়ীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা সামাল দেওয়া |এরপাশে দলিত ,মুসলিম ,পতিদারদের ক্ষোভকে কাজে লাগিয়ে কংগ্রেস যেন সুবিধা করতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া |
এদিকে কংগ্রেস হাইকমান্ড ও দলিও সুত্রে জানা গেছে ,হিমাচলে দল সব ক্ষমতা হারাতে পারে এমন স্বভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা |গুজরাটে কংগ্রেস বিজেপিকে কঠিন লড়াই দিতে প্রস্তুত |গ্রামীন গুজরাটে কংগ্রেসের পরিস্থিতি ভালো হলেও শহরের বিজেপির দাপাদাপিকে অস্বীকার করছেনা কংগ্রেস নেতৃত্ব |গুজরাটে আর এস এস প্রচণ্ড শক্তিশালি |দীর্ঘসময় কংগ্রেস সংগঠনে ফাটল এখনও ভরাট করা যাইনি |তবু গুজরাট প্রদেশকংগ্রেস নেতৃত্ব ক্ষমতাদখলে আশাবাদী বলেই মনে করছে রাজনৈতিকমহল |
এক বেসরকারি সমীক্ষায় উঠে এসেছে যে ,গুজরাট আগে এর চেয়ে আসন বাড়িয়ে আবার ক্ষমতায় ফেরার সম্ভাবনায় রয়েছে বিজেপি |কংগ্রেস শাষিত হিমাচলে বিজেপি ৪০ বেশি আসন পেয়ে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে .কংগ্রেস খুব ভালো ফল করলে ২৫ -২৮ আসন পেতে পারে |তবুও গুজরাট নির্বাচনী প্রচার ও সংগঠনে কোন ফাঁক রাখছেননা বিজেপি সভাপতি অমিত শাহ |বিজেপি নেতৃত্বের চিন্তা হল নোটবন্দী ,জিএসটি সাধারন মানুষ ও ব্যাবসায়ীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা সামাল দেওয়া |এরপাশে দলিত ,মুসলিম ,পতিদারদের ক্ষোভকে কাজে লাগিয়ে কংগ্রেস যেন সুবিধা করতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া |
এদিকে কংগ্রেস হাইকমান্ড ও দলিও সুত্রে জানা গেছে ,হিমাচলে দল সব ক্ষমতা হারাতে পারে এমন স্বভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা |গুজরাটে কংগ্রেস বিজেপিকে কঠিন লড়াই দিতে প্রস্তুত |গ্রামীন গুজরাটে কংগ্রেসের পরিস্থিতি ভালো হলেও শহরের বিজেপির দাপাদাপিকে অস্বীকার করছেনা কংগ্রেস নেতৃত্ব |গুজরাটে আর এস এস প্রচণ্ড শক্তিশালি |দীর্ঘসময় কংগ্রেস সংগঠনে ফাটল এখনও ভরাট করা যাইনি |তবু গুজরাট প্রদেশকংগ্রেস নেতৃত্ব ক্ষমতাদখলে আশাবাদী বলেই মনে করছে রাজনৈতিকমহল |
0 comments:
Post a Comment