বরুন ভুজেলের মৃত্যুর জেরে থমথমে কালিম্পঙ

Snehasis Mukherjee::দার্জিলিং পার্বত্য অঞ্চলে নতুন করে অশান্তির কালো মেঘ দেখা দিয়েছে |গোর্খা জন মুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের ঘনিষ্ট কালিম্পঙ এ মোর্চা কাউন্সিলার বরুন ভুজেলের মৃত্যু নিয়ে নতুন করে
উত্তেজনা ছড়িয়েছে কালিম্পঙ এ |গতকাল থেকেই বরুন ভুজেলের মৃত্যুর খবরে ডোম্বর চক এ দোকান বাজার বন্ধ রয়েছে |জনজীবন স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছে পুলিশ |ভুজেল পরিবারের অভিযোগ ,পুলিশের হেফাজতে থাকাকালীন তার ওপর অত্যাচার চালানো হয় ,যার জেরে তিনি অসুস্থ হয়ে পরেন |অসুস্থ বরুণকে শিলিগুড়ি হাসপাতাল এ ভর্তি করা হয় |অবস্থার অবনতি হওয়াই আনা হয় এসএসকেএম এ| মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় |গতকাল নতুন এক অডিও বার্তায় বিমল গুরুং পুলিশ অত্যাচারের অভিযোগ তুলে পাহাড়ে আন্দোলন জোরদার করার করার বার্তা দেন |যদিও পুলিশ অভিযোগ উড়িয়ে দেয় |তাঁদের দাবি একাধিকবার বরুনের মেডিকেল পরীক্ষা করা হয় |তার ব্রঙ্কাইটিস ধরা পরে ,চিকিৎসার ব্যাবস্থা করা হয় |রাজনৈতিক মহল মনে করছে ,ভুজেলের মৃতুতে চাপে পরে গেছেন রাজ্য প্রশাসন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পা বাড়ানোর বিনয় তামাং -আনিত থাপা জুটি |এই জুটির বিরুদ্ধে জন আন্দলোন পার্টির নেতা তথা প্ৰাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী ,সিপিআরএমের গোবিন্দ ছেত্রী ও জি এন এল এফ এর নেতারাও সোচ্চার হচ্ছেন |ভুজেলের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে বিমল গুরুং ও তার সমর্থকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন এমন চর্চা শুরু হয়েছে নবান্নের কর্তাদের মধ্যে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment