দেশে নারীদের মধ্যে স্তন ক্যানসারের সক্রিয়তা দিন দিন বেড়েই চলেছে |দিল্লির এইমস হাসপাতাল আসমা এক কনফারেন্স এর আয়োজন করে ..কনফারেন্স বলা হয় প্রতি ৮জন মহিলার মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্ৰান্ত হচ্ছেন |বিশেষজ্ঞদের মতে ,স্তন ক্যান্সারের সঙ্গে যে স্টিগমা যুক্ত থাকে তা নির্ণয় করতে কখনো কখনও দেরি হয়ে যায় |
ফলে রোগীর জীবন বিপন্ন হয়ে পরে |বাধ্য হয়েই স্তনকে দেহ থেকে বাদ দিতে হয় |আসমার প্রতিষ্ঠাতা ও সভাপতি চিন্তামণি জানিয়েছেন যে ,যদি প্রথম পর্যায়ে চিকিৎসা শুরু হয় তাহলে এটি বাদ দেওয়া সম্ভব |অনুষ্ঠানে ৩৫০ জন ডাক্তার ,নার্স ,ফিজিওথেরাপিস্ট ,ক্যানসার রোগীরা উপস্থিত ছিলেন |
কেন্দ্রিয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্ৰী জানিয়েছেন যে ,ভারতে স্তন ক্যান্সার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে |এই নিয়ে ডায়েট ও শরীরচর্চার কোন জ্ঞান নেই |কিভাবে প্রচারের মাধ্যমে মহিলাদের সচেতনতা বাড়ানো যায় কেন্দ্রিয় স্বাস্থ মন্ত্রকের পাশে শিশু ও মহিলা উন্নয়ন দপ্তর ও ব্যাপক কর্মসূচী গ্রহনের চেষ্টা চালাচ্ছে |
0 comments:
Post a Comment