Indiapost Desk:খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় রাজ্যে খাদ্য ও সরবরাহ দপ্তর গড়বে মনিটরিং কমিটি | খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন প্রতিটি জেলার সদরে একটি করে মনিটরিং কমিটি গড়া হবে | এই কমিটি নজর রাখবে রেশন ব্যাবস্থার উপর | বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন | রেশন দোকান ও অন্যান্য যে সব কেন্দ্রগুলিতে খাদ্যশস্য বণ্টন করা হয় সেগুলি পরিদর্শণ করবে এই কমিটি | মুখ্য মন্ত্রীর সাধের " খাদ্য সাথী " প্রকল্পের দৌলতে রাজ্যে বিরাট পরিবর্তন এসেছে | ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮.৩৪ কোটি মানুষ এসেছে | এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রায় ৯৯ শতাংশ মানুষ | উপকৃত হয়েছে সিঙ্গুর , পাহাড় ও জঙ্গলমহলের জনসাধারণ | এ প্রকল্পের আওতায় মানুষ ২ টাকা কেজি দরে চাল পায় | প্রসঙ্গত উত্তরবংগে টোটো উপজাতিকে সম্পূর্ণ বিনামূল্যে চাল , ডাল , ও অন্যন্য খাদ্যশস্য দেওয়া হয় |
Home / Breaking News /
Politics /
West Bengal
/ "খাদ্যশস্য বন্টনে নজরদারি করতে জেলায় মনিটরিং কমিটি "
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment