NNS: রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত ও জামিনে মুক্ত তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দোপাধ্যায় মার্কিন মুলুক পাড়ি দিচ্ছেন.. রাষ্ট্রসংঘ এ ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসাবে সুদীপ বন্দোপাধ্যায়ের আজ রাতে মার্কিন মুলুকে রওনা দিচ্ছেন এমন খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে.. CBI -এর কাছে জমা দেওয়া সুদীপ বন্দোপাধ্যায় এর পাসপোর্ট তাকে সাময়িকভাবে ফেরত দেওয়ার পর তিনি মার্কিন দূতাবাসে ভিসার আনুষ্ঠানিক আবেদন করেন.. রোজভ্যালি কাণ্ডে গুরুতর ধারায় অভিযুক্ত সুদীপকে ওড়িশা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী CBIকে তার পাসপোর্ট ফেরাতে হয়েছে.. এমনকি তার বিদেশযাত্রায় বাধা দিতে দেখা যায়নি CBI কে ..এই রাজনৈতিক নেতার বিদেশযাত্রা প্রধানমন্ত্রীর দপ্তরের সবুজ সংকেত ছাড়া কোনো দিনও সম্ভব হতো না বলেই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল.. রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের কৃষ্ণনগর সদরের সাংসদ তাপস পাল জেল বন্দি অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন, তার জামিনের একের পর এক আবেদন অগ্রাহ্য হয়েছে অথচ গুরুতর ধারায় রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত সুদীপ বন্দোপাধ্যায় জামিন পেয়েছেন এবং CBI কে এই বিষয় নিয়ে তীব্র বিরোধিতা করতে দেখা যায়নি.. সুদীপ বন্দোপাধ্যায় জামিন পাওয়ার কদিন আগেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়..রাজনৈতিক মহলে তাঁর জামিন পাওয়া ও রাষ্ট্রসংঘ এ ভারতীয় প্রতিনিধির সদস্য হয়ে মার্কিন মুলুকে যাওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে গেরুয়া শিবিরের গোপন বোঝাপড়ার তত্ত্ব নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক মহলে.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment