লালুর সঙ্গে জোটের রাস্তায় বিহারের বাম শিবির



 Indiapost24 Desk :বিজেপি বিরোধিতার রাজনীতি কে সামনে রেখে 2019 এর লোকসভা নির্বাচনে বিহার বাম শিবির, বিশেষ করে CPI যে দলের  এখনো সামান্য কিছু গণভিত্তি আছে, তারা  লালুপ্রসাদ যাদবের নেতৃত্বে রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক জোটে বিশেষভাবে আগ্রহী.. 
তবে  সব থেকে বেশি আগ্রহী বিহারের সিপিআই এর  নেতারা.. বিহারে বিজেপি বিরোধী রাজনৈতিক জোটের  প্রশ্নে  অবশ্য বিহারের বাম শিবিরে স্পষ্টত বিভাজন রয়েছে.. সিপিএমের প্রকাশ কারাত  শিবির বিহারে বামপন্থী মোর্চা গঠন করে বিজেপির পাশাপাশি কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধেও  লড়তে চান, তবে বিহার সিপিএমে বেঙ্গললাইনপন্থী শিবির আবার   লালুপ্রসাদ যাদব ও  কংগ্রেসের জোটে শামিল হতে চান.. আদর্শগত অবস্থান থেকে SUC,CPIL (AM)- লিবারেশন  লালু -কংগ্রেস জোটের দিকে সিপিআই এ'র পা বাড়ানোর লাইন কে সমর্থন করছেন না বলে দলীয় সূত্রে খবর.
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment