রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে  গ্রেফতার হায়দ্রাবাদ পুলিশের

মায়ানমারে রোহিঙ্গা বিরোধী অপারেশন এর পর সাড়ে paach লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে..এছাড়া ও  বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত দিয়ে ভারত বর্ষের বিভিন্ন রাজ্য আসাম,ও পশ্চিমবঙ্গ সহ  পূর্ব-উত্তর   অঞ্চলের বিভিন্ন রাজ্যে ৫০ হাজার rohinga অনুপ্রবেশ করেছে..উত্তরপ্রদেশে ইতিমধ্যে রোহিঙ্গা মুসলিম বিরোধী অভিযান জোরদার করা হয়েছে.বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ ও আধার কার্ড বানানোর দায়ে এদিন এক রোহিঙ্গা মুসলিম কে গ্রেফতার করলো হায়দ্রাবাদের  পুলিশ ..১৯ বছর এর এক যুবক মোহাম্মদ এজামুদ্দিন ওরফে মোল্লা এজামুদ্দিন এইদেশে বেআইনি থাকছিল ও পশ্চিমবঙ্গের বাসিন্দা রিয়াজউদ্দিন মোল্লার কাছে সে কাজ করতো..সাম্প্রতিক,কাপড়ের ব্যাবসায়ী রিয়াজউদ্দিন কলকাতা থেকে হায়দ্রাবাদ যায় ব্যবসার কারণে সঙ্গে যায় ওই রোহিঙ্গা যুবকও..আর সেখানেই পুলিশ এর চক্রে ধরা পড়েছে ওই রোহিঙ্গা যুবর আর পুলিশ এর জিজ্ঞাসাবাদে স্বীকার ও করে সে মায়ানমার থেকে আগত রোহিঙ্গা মুসলিম তার পরিবার এর বাকি লোকজন বাংলাদেশেই  শরণনার্থী  শিবির এ আছে .এজামুদ্দিন কে নিজের চলে বলে পরিচয় দিয়ে তিনি বাহার কার্ড  বানিয়েদেয়েছিলেন   দুজনের বিরুদ্ধে ভারতীয় dondobidhi অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment