ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ নিয়ে কলকাতায় টিকিটের হাহাকার .....

Indiapost24 News Desk:অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচটি গুয়াহাটির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন এ আনার পর কাল এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গে |কলকাতা ও লাগোয়া অঞ্চলের মানুষ অনলাইন এ টিকিট বুক করে তার স্লিপ নিয়ে টিকিট সংগ্রহ করতে গিয়ে স্নায়ুর চাপে পরেছেন |অপ্রত্যাশিত ভাবেই ইংল্যান্ড বনাম ব্রাজিল ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়ে গিয়েছে যুবভারতী |হঠাৎ করে হাতে চাঁদ পেয়ে গিয়েছে ফুটবল প্রেমীরা |রবিবার কলকাতায় ব্রাজিলে এর দুর্দান্ত জয়ের পর ,পাওলিনহোদের ম্যাচ দেখার জন্য উন্মাদনা আরও বেড়ে গিয়েছে |অনেকের বক্তব্য ছিলো অনলাইন এ টিকিট কাটার সময় একেবারে শেষে টিকিটের ফর্ম সাবমিট করার সময় প্রক্রিয়াটি 'স্লো 'হয়ে যাচ্ছিলো |তারা বুঝতে পারছিলেন না যে, তারা টিকিট পাবেন কিনা |এর মধ্যে রাত ২ ওর সময় সংগঠকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সব টিকিট শেষ |মাথায় হাত পরেছে ফুটবলপ্রেমীদের |
আজ সকাল থেকেই টিকিট পাওয়ার আশায় তারা জড়ো হতে থাকেন যুবভারতী ক্রীড়াঙ্গন এর টিকিট কাউন্টারগুলো |অল্প সময়ে লাইন পরে যায় |পরিস্থিতি সামলাতে চলে আসেন পুলিশকর্মীরা |লউডস্পিকার তারা ঘোষণা করেন ,অনলাইন এ কাটা টিকিট শুধু সংগ্রহ করা যাবে ,টাকা দিয়ে টিকিট কাটা যাবে না |এই খবর শোনার পর হতাশ হয়ে পরেন টিকিট কাটতে আশা ফুটবল সমর্থক |মোট কথা কাল ব্রাজিল -ইংল্যান্ড ম্যাচ নিয়ে কলকাতায় পারদ চরছে ,টিকিটের হাহাকারে বহু মানুষ যে সরাসরি খেলা দেখতে পারবেননা তা ক্রমশই ষ্পষ্ট হয়ে উঠছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment