Indiapost24 Desk: রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর খুব শীঘ্রই একটি মোবাইল আপ আনতে চলেছে , যার নাম 'পঞ্চায়েত প্রতিকার ' ।এই এইপ এর মাধ্যমে রাজ্য সরকারের যে কোন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে যে কোন তথ্য / অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ । সঙ্গে চালু হচ্ছে টোল ফ্রি নম্বরও - 18002000864 । এই নম্বরে ফোন বা এস এম এস করে যে কোন অভিযোগ জানানো যাবে খুব সহজেই । সারা রাজ্যে গত ছয় বছরে যে পরিমান উন্নয়নমূলক কাজের ফলস্বরূপ এখন গ্রামাঞ্চলেও প্রচুর মানুষের কাছে স্মার্টফোন আছে । স্বাভাবিকভাবেই এই আপ কাজে আসবে অনেকেরই ।এই এইপ ও টোল ফ্রী নম্বরের মাধ্যমে পাওয়া অভিযোগ খতিয়ে দেখতে ব্লক , জেলা ও রাজ্য স্তরে থাকবে তিন সদস্যের এক কমিটি ।
(Source-AITC)
(Source-AITC)
0 comments:
Post a Comment