রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গ এবার পঞ্চমে

সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী,  এই রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে..  বিদেশি পর্যটক টানার  ক্ষেত্রে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল ষষ্ঠ স্থানে কিন্তু এবার বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এর স্থান  পঞ্চম স্থানে উঠে এসেছে.. পাহাড়ে ১০৪  দিনের বেশি অচলাবস্থা থাকলেও সুন্দরবন,শান্তিনিকেতন, দিঘা-মনদারমনি, অনূর্ধ্ব ১৭   বিশ্বকাপ ফুটবলের আসর বিদেশি পর্যটকদের এই রাজ্যে টেনে এনেছে..দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর  এই রাজ্যের পর্যটন শিল্পকে এক বিশেষ  গুরুত্ব দেয়া হয়েছে,কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন পর্যটন ক্ষেত্র খুঁজে বার করছেন ও  সরকারি টুরিস্ট লজগুলি  পারদর্শীতার সঙ্গে চালানোর  নির্দেশও  দিয়েছেন ইতিমধ্যে. শুধু তাই নয়  পরিসেবার মান বাড়ানোর জন্য নানা পরিকল্পনাও নেয়া হয়েছে রাজ্য সরকার এর তরফ থেকে .. এই কারণেই রাজ্যে পর্যটকের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল তাই বিভিন্ন রাজ্য থেকে দীঘা-মন্দারমনি,সুন্দরবন, শান্তিনিকেতন  ও ডুয়ার্সে পর্যটকরা এসে ভিড় করছেন.. এই ভাবে  পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজ্যের রাজস্ব আয় বেড়েছে এবং পর্যটকদের জন্য আরও পরিষেবা বাড়ানোর  পরিকল্পনাও করছে বর্তমান তৃণমূল সরকার.. 


(Source-AITC)
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment