জলপথ বিকাশকে তুলে ধরতে চায় রাজ্য সরকার

Indiapost24:বিনিয়োগ আনতে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এবার পরিকাঠামো ক্ষেত্রে জলপথ বিকাশকে তুলে ধরতে চায় রাজ্য |আগামী বছরের ১৬ জানুয়ারী সম্মেলন বসবে রাজারহাট কনভেনশন সেন্টারে |ইতিমধ্যে হলদিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত গঙ্গার দুপাড় ধরে জলযান রোল অন রোল অফ পরিষেবার পরিকাঠামো গড়ে তুলতে বিশ্বব্যাঙ্কের আর্থিক সাহায্য চেয়ে ১০২১ কোটি টাকার প্রস্তাব পেস করেছে রাজ্য ,যার মধ্যে বিশ্বব্যাঙ্ক ঋণ হিসেবে দেবে ৭১৪ কোটি ৭০ লক্ষ টাকা .রাজ্যও সরকার বিনিযোগ করবে ৩০৬ কোটি ৩০ লক্ষ টাকা |যা ২০২২ সালে মার্চের মধ্যে শেষ করা হবে |রাজ্য সরকারের মতে নতুন করে গঙ্গার ওপর সেতু তৈরি করা ব্যায়বহুল |সরকার তাই রোরো পরিষেবায় জোর দিচ্ছে .এ জন্য আটটি পয়েন্ট চিহিত করা হোয়েছে |বর্ধমানের লালিয়া ,মুশিদাবাদের লালগোলা, বর্দ্ধমানের কাটোয়া ,নদিয়ার বল্লভপাড়া ,হুগলির গুপ্তিপাড়া ,নদীয়ার শান্তিপুর ,পায়রাডাঙ্গা ,হুগলির চন্দননগর ,উত্তর ২৪ পরগনার বজবজ ,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ,হলদিয়া দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ,কচুবেড়িয়া বিশ্বব্যাংকের কাছে পেশ করা প্রস্তাব অনুযায়ী রাজ্য সরকার রোরোর জন্য নদীর দুপাড়ে জেটি ও দুটি করে বড়মাপের জাহাজ ..পরিবহন দপ্তরের হিসেবে এক একটি রোরো পরিষেবা জন্যে ২৫ কোটি টাকা খরচ করা হবে |এই পথে চালু ৫৬ টি জেটির আধুনিকীকরণ করা হবে |বিশেষ করে নদীপথের পর্যটন উৎসাহিত করতে নিদিষ্ট কিছু জেটি তৈরিরও প্রস্তাব রয়েছে |প্রস্তাবিত জেটির সঙ্গে সড়ক পরিবহনের যোগসূত্র গড়ে তোলা হবে এই প্রকল্পের লক্ষ |যাতে মানুষ গন্তব্যস্থলে পৌঁছতে নদীপথকে ব্যবহার করেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment