মৎস চাষকে আরও উন্নত করতে রোড ম্যাপ তৈরি করছে রাজ্য সরকার

Indipost24 Desk:বাংলায় মৎসচাষকে আরও উন্নত করতে রোডম্যাপ তৈরি করছে মৎস দপ্তর..পাশাপাশি রাজ্যের মৎস্যজীবীদের স্বার্থরক্ষা করার অভিমুখও তৈরি করা হবে | এই রোডম্যাপ তৈরি করতে একটি উপদেষ্টা কমিটিও তৈরি করা হোয়েছে | বাংলায় 'ইল্যান্ড ' মৎস চাষের যে বিশাল সম্ভাবনা আছে সেটার উপর নজর রেখেই এই রোডম্যাপ তৈরি করা হবে | মাছের ফলন বৃদ্ধি করা হবে , পাশাপাশি মাছ চাষের পরিকাঠামো উন্নায়ন করা যাবে | এই নির্দেশিকায় জলাশয়গুলি ও তার আশপাশের এলাকার সংরক্ষণ ও উন্নয়ন করা হবে | জলাশয় ও পুকুরগুলির দূষণ বন্ধ করতে রাজ্য মৎস দপ্তর একটি সচেতনতা মূলক অভিযান চালাবে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment