শিক্ষা ক্ষেত্রেও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল "

স্নেহাশিষ মুখার্জি :বহিরাগত মাস্টারমশাইদের ট্রেন ধরার তাগিদে আধ ঘন্টা আগেই খাতা জমা দিতে বাধ্য করা হয় মাধ্যমিক টেস্ট পরীক্ষার্থীদের  |ঘটনাটি নদিয়ার শান্তিপুরের বাঘ আঁচড়া হাই স্কুলের | অভিযোগ বাঘ আঁচড়া হাই স্কুলের একাংশ শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট সময়ের অনেক আগেই স্কুল থেকে বেরিয়ে যান ট্রেন ধরার উদ্দেশ্যে | গতকাল মাধ্যমিকের টেষ্ট পরীক্ষা থাকা সত্বেও তাঁরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের তোয়াক্কা না করে , রীতিমতো মধ্যশিক্ষা পর্ষদের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আধ ঘণ্টা আগে ছাত্রছাত্রীদের কাছ থেকে খাতা কেড়ে নেয় এমনটাই অভিযোগ করে অভিভাবকরা মঙ্গলবার পরীক্ষা চলাকালীন হেডমাস্টারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন | প্রাথমিক ভাবে হেডমাস্টার বিমান চন্দ্র মণ্ডল ঘটনাটির দায়ভার স্বীকার করে নেয় | তিঁনি জানান - " পূর্বে বাগআঁচড়া হাই স্কুলের শান্তিপুর ফুলিয়া চত্বরের মধ্যে যথেষ্ট সুনাম ছিল | কিন্তু বর্তমানে এখনকার শিক্ষকদের একাংশ এই স্কুলটাকে নিজেদের টাইম পাস করবার মত জায়গা ভেবে নিয়েছে | তাঁরা স্কুলে আসেন , ওনার কথার কোন গুরুত্ব দেন না | বিভিন্ন ভাবে তাঁরা ওনাকে অপমান করেন | তাঁরা নিজেদের ইচ্ছে মত স্কুলে আসেন,মন মর্জি মত স্কুল থেকে বেরিয়ে যান | প্রতিদিনই ২.২২ এর শান্তিপুর থেকে শিয়ালদাহ এর গাড়ী ধরার জন্য ১.৩০ থেকেই স্কুলে শিক্ষকদের একাংশের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় | প্রায় দের বছর ধরে এইভাবেই শিক্ষকদের একাংশ স্কুল চলাকালিন শিক্ষার্থীদের পঠনপাঠনের উপর যথাযথ গুরুত্ব না দিয়ে নিজেদের তাড়াতাড়ি বাড়ী ফেরাকে অধিক গুরুত্ব দিচ্ছেন "| একজন প্রকৃত শিক্ষকের আদর্শকে ত্যাগ করে তাঁরা নিজেরাই আদর্শহীন হয়ে পড়েছে , ফলে সমাজগঠনের যে গুরুদায়িত্ব তাঁদের উপর ন্যাস্ত তা ক্রমশই শিকেয় উঠতে চলেছে | এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা দপ্তরের উচিত তদন্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমুলক ব্যাবস্থা নেওয়া |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment