স্নেহাশিষ মুখার্জি :আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবসের প্রস্তুতিকে কেন্দ্র করে ভাঙড়ের ব্লক -১ এর সভাপতি কাইজার আহমেদের ডাকে সাড়া দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ জাগুলগাছি গ্রামপঞ্চায়েতের বারজুলী গ্রামে উপস্থিত হন | উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাঙ্গর ১ নম্বর ব্লকের বিভিন্ন নেতৃত্ব বৃন্দরা | সভায় ভাঙরের জনপ্রিয় নেতা কাইজার আহমেদ সংহতি দিবস নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেনঃ ' বিজেপি সারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও জাতপাত , উঁচুনিচু , ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করছে | মানুষকে ভুল বোঝাচ্ছে , মানুষের মনকে বিষিয়ে তুলছে | তাই আপনাদেরকে বলছি আপনারা নিজের বিচার বুদ্ধি দিয়ে , চিন্তাভাবনা করে কোন কিছু সিদ্ধান্ত নেবেন | কেউ জেনো আপনাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে না দেয় | বিজেপি ধর্ম নিয়ে নোংরা রাজনিতী করছে | আর ঠিক সেই কারণেই ৬ ঐ ডিসেম্বর রাজ্য নেতৃত্বের ডাকে সাড়া দিয়ে দুপুর দুটোর মধ্যে আমরা সংহতি দিবস উপলক্ষ্যে গান্ধীজির পাদদেশে সমবেত হবো "| এরপর উঁনি উক্ত গ্রামের উন্নয়নের প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে বলেনঃ এই গ্রামের দীৰ্ঘ দিনের সমস্যা রাস্তা |সেই রাস্তার কাজ শুরু হোয়েছে | যে ভাবে ম্যাপে রাস্তাকে তুলে ধরা হোয়েছে সে ভাবেই রাস্তা হবে | সেক্ষেত্রে কারুর বারান্দা , কারুর দোকান , বা ঘর বাঁধা সৃষ্টি হতেই পারে | কিন্তু আমি আসা করবো যারা উন্নয়নের সাথে থাকতে চায় , যারা মা মাটি মানুষের সাথে থাকতে চায় তাঁরা নিশ্চই এসমস্ত কাজে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং আগামী দিনে এই গ্রামটা যাতে আরও সুন্দরভাবে সাজানো যায় সেই মানসিকতা আপনারা আমাদের মধ্যে জাগিয়ে তুলবেন এই আশা রাখি |ভাঙড়ের রাজনীতি সংক্রান্ত বিষয়ক পর্যবেক্ষক মহলের মতে কাইজার প্রতিদিন একটু একটু করে জননেতা তে পরিগণিত হচ্ছেন ও তার রাজনীতির পরিসর ও জনপ্রিয়তা বাড়তেই চলেছে ..
Home / Breaking News /
Politics /
West Bengal
/ "সংহতি দিবসের প্রস্তুতি সভায়ও কাইজারের বিভিন্ন জনমুখী পরিকল্পনা "
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment