সীমান্তপার অচেনা ভাইরাস ও জীবাণু দেশের বিভিন্ন প্ৰান্তে ছড়াচ্ছে নানা রোগ !!!

NNS:সীমান্তপা সন্ত্রাসবাদীদের মত বাইরে থেকে ভারতে ঢুকে পরেছে নতুন ডেঙ্গি ভাইরাস |জানাল পুনের ন্যাশনাল ইনস্টিটিউড অফ ফাইরোলজি |সংস্থার তরফে জানান হয়েছে ২০০৫ সালে সিঙ্গাপুর ও ২০০৯ সালে শ্রীলংকায় মহামারীর আকার ধারন করেছিল এই ভাইরাসের সংক্রমণ |এদিকে এনআইভি জানিয়েছে যে ,নতুন ভাইরাসের সংক্রমণে ২০১২ সালে তামিলনাড়ু ও ২০১৩ সালে তামিলনারু ও কেরলে ডেঙ্গি ছড়িয়েছিলো |ডেঙ্গি ভাইরাস ডিইএনভি -১ -এর এই প্রকারভেদ দক্ষিণ ভারতে একাধিক ডেঙ্গি আক্রান্তের রক্তের নমুনায় মিলেছে |দেশে নতুন করে ডেঙ্গির প্রকোপের কারণ খুঁজতে বেশ কয়েকবছর ধরে গবেষণা চালাচ্ছেন এনআইভির গবেষকেরা |
ভাইরাসের প্রকারভেদ ও সংক্রমণের ধরণ বুঝে প্রতিষেধক তৈরি করছে এই সংস্থা |পর্যবেক্ষক মহল মনে করছেন ,২০১৭ সালে সারা দেশ জুড়ে ডেঙ্গি ,ম্যালেরিয়া ,চিকুনগুনিয়া ,মালিগনেন্ট ম্যালেরিয়া ,সোয়াইন ফ্লু ,বার্ড ফ্লু ,এনসেফ্যালাইটিস ,জাপানি এনসেফালাইটিস সাম্প্রতিক সময়ে বিশ্ব কাঁপানো জিকা ভাইরাস দেশের অভ্যন্তরে হাজার হাজার মানুষের রোগাক্রান্ত হওয়া এমনকি মৃত্তু হওয়ার ঘটনা ঘটেছে তাতে সন্দেহ তৈরি হয়েছে কোন বিদেশি শক্তি ভারতকে দুর্বল করতে এই ধরণের বিষাক্ত বীজাণু এমনকি বীজাণু সম্বলিত মশা ছড়িয়ে দিচ্ছে..বিদেশি শক্তি বলতে প্ৰাথমিক সন্দেহের তীর পাকিস্তানের দিকে |এরপর চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রকেও সন্দেহের তালিকায় রাখছে পর্যবেক্ষক মহল |যেসব রোগে ভারতের বিভিন্ন রাজ্য নাকাল সেখানে রোগীদের পরিত্রাতা হিসেবে বিদেশি বহুজাতিক ঔষধ সংস্থাগুলি কোন গোপন ভুমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে |কেন্দ্ৰীয় স্বাস্থমন্ত্রক ও নানা ধরণের ভাইরাসজনিত রোগ নিয়ে চিন্তা প্রকট করেছেন |দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মশাবাহিত ও ভাইরাসরোগের বাড়বাড়ন্ত চলেছে তা নিয়ে জণগনের মধ্যে যে সন্দেহ দানা বাঁধছে তা বলাই বাহুল্য |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment