কোন রোহিঙ্গাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না :শেখ হাসিনা

NNS,Dhaka:বাংলাদেশে এর একাধিক বিরোধি দল মানবিক কারণে বাংলাদেশ -মায়ানমার সীমান্তে অত্যাচারিত রোহিঙ্গা মুসলিমদের মানবিকতার কারণে আশ্রয় দেওয়ার আর্জি জানালেও বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ,নতুন করে রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয় |বাংলাদেশে কয়েক দশক ধরে দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে এবং নতুন করে মায়ানমার থেকে শরণার্থীদের ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা |
মায়নামারের মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে দেশ বিদেশের আওহানের মধ্যে বক্তব্য দিলেন শেখ হাসিনা |
তার বক্তব্যে দেশের একাধিক রাজনৈতিক দল অখুশি |বিএনপি সহ তাদের জোট সঙ্গীরা চাইছেন বাংলাদেশ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোহিঙ্গা সমস্যায় এগিয়ে যাক |রাষ্ট্রসংঘের মধ্যস্ততায় মায়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ধাপে ধাপে ফেরত নেওয়ায় রাজি হওয়ার ঘটনাকে বাংলাদেশে রাজনৈতিক মহলের একাংশ তেমন আমল দিচ্ছে না |

তাঁরা মনে করেন ,আন্তর্জাতিক চাপে কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে রাজী হলেও লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত নিয়ে যাবে এমনটা মনে হচ্ছে না |ইতিমধ্যে রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশে এর পাশে দাঁড়িয়েছেন চীন ,ভারত সহ একাধিক দেশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment