ভারতে দূষণ মৃত্যুতে এগিয়ে দিল্লি উত্তর প্রদেশ ......

NNS:ভারতে বিভিন্ন রাজ্যের মধ্যে দিল্লি ,উত্তরপ্রদেশ দূষণজনিত মৃত্যুতে সবচেয়ে এগিয়ে |আইসিএমের এর একটি সমীক্ষায় উঠে এসেছে ভারতে এর অপেক্ষাকৃত ধনী রাজ্যগুলি যেমন পাঞ্জাব ,হরিয়ানা ,তামিলনাড়ুতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি |পাঞ্জাবে হৃদ রোগজনিত সমস্যায় প্রতি ১ লক্ষ মানুষের মৃত্যুর সংখ্যা ২৬১ সেখানে পশ্চিমবঙ্গের সমস্যা কম নয় |হার্ট ও ব্রেন ষ্টোকে মৃত্যুর সংখ্যা ২৫০ এর কাছাকাছি |
অন্যদিকে সিওপিডিতেও মৃত্যুর সংখ্যা প্রতি লাখে ৪৮ জন |মৃত্যুর একাধিক কারণ থাকে |তবে এর মধ্যে হৃদরোগ ও ফুসফুসজনিত রোগে ভারতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে |দেশে হূদরোগে আক্রান্তের সংখ্যাটা যেমন পাঞ্জাব ,হরিয়ানা বা তামিলনাড়ুর মত রাজ্যে যত বেশি ,তেমন দূষণে উত্তরপ্রদেশ ,দিল্লি ,বিহারের মত জায়গায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য |প্রতি ১ লাখ জনসংখ্যায় দিল্লি ,উত্তরপ্রদেশের মত রাজ্যে বছরে মৃত্যু হয় ৮০ -১০০ জনের |অন্যদিকে বায়ু দূষণের ফলে হাঁপানি ,ফুসফুসজনিত রোগে মৃত্যুর সংখ্যা ২৬ এর আশেপাশে |ডাইরিয়াতেও মৃত্যুর হার এ রাজ্যে কম |
ওড়িশা ,ছত্রিশগড় ,ঝাড়খণ্ডের মত রাজ্য গুলিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াই | পশ্চিমবঙ্গে জলবাহিত রোগে মৃত্যুর হার ১ লাখে মাত্র ৩৮ জনের মৃত্যু হয় |দেশের বিভিন্ন প্রান্তে হার্ট ,লিভার ,কিডনি ,ফুসফুসজনিত ক্যানসারের পেছনে দুষণ বড় কারণ হোয়ে উঠেছে |দেশে দুষণের মাত্রা কমানোর পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়িত করা সম্ভব না হলেও দেশে এর বিভিন্ন অংশে এমনকি উত্তরপূর্বের রাজ্যগুলিতেও ক্যান্সার ,কিডনি ,ফুসফুসজনিত দুরারোগ্য ব্যাধিতে মানুষের মৃত্যুর পরিমাণ যে বাড়বে সে বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীরা সহমত পোষণ করেছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment