"সিপিএমের মুসলিম মুখ মহম্মদ সেলিম " ?

স্নেহাশিষ মুখার্জি :পশ্চিমবঙ্গ ২০১৯ এর লোকসভা নির্বাচনের সাংগঠনিক তথা রাজনৈতিক কৌশলের প্রশ্নে একদিকে যেমন শাসকদল তৃনমূল কংগ্রেস প্রস্তুতি শুরু করে দিয়েছে ঠিক তেমনি বিরোধি বাম শিবির কংগ্রেস ও বিজেপির প্রস্তুতিও তুঙ্গে উঠেছে | রাজনৈতিক শুদ্ধিকরণ ও সাংগাঠনিক দুর্বলতা কাটিয়ে শেষ পর্যন্ত্য সিপিএমও পঞ্চায়েত নির্বাচনে বিউগল বাজিয়ে দিয়েছে | সেই লক্ষ্যে জেলায় জেলায় বামেদের ১৭ দফা দাবিতে পদযাত্রা ,জাঠার প্রথম দফার কর্মসূচীর পর দ্বিতীয় দফার কর্মসূচী বি এস পির ব্যানারে চূড়ান্ত করা হোয়েছে | বিজেপি ও নানা আভ্যন্তরীন সমস্যা ও দলীয় কোন্দল মিটিয়ে নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাড়াতে রাজ্য জুড়ে সরকার বিরোধি আন্দোলনের মাধ্যমে মুখ্য বিরোধি শক্তির জায়গা দখলের স্বপ্ন দেখছে | কংগ্রেস নিজস্ব শক্তিতে তাদের রাজনৈতিক প্রভাবে জেলা উত্তরদিনাজপুর , মালদহ ও মুর্শিদাবাদে নিজেদের সাংগঠনিক ক্ষমতা বজায় রাখতে ঝাঁপিয়েছে | কংগ্ৰেসের আভ্যন্তরে আগামী লোকসভা নির্বাচনে তৃনমূল কংগ্ৰেসের শক্তি কমানো ও নির্বাচনের পর প্রয়োজনীয় রাজনৈতিক কৌশল নেবার ভাবনা রযেছে | যদিও দলের একাংশ সিপিএমের সঙ্গে , অপরাংশ তৃনমূল কংগ্ৰেসের সঙ্গে জোটের কৌশলগত বোঝাপড়ার জন্য সক্রিয় বলে জানা গেছে | তবে বাম গণতান্ত্রিক জোটের নেতারা ও দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কংগ্ৰেসের সঙ্গে পশ্চিমবঙ্গে জোটে আগ্রহী হলেও বাস্তবে তা রুপ নেবে কিনা তা নিয়ে সিপিএমের অন্দরেই যঠেষ্ট সন্দেহ রয়েছে | কংগ্ৰেসের সঙ্গে ধর্মনিরপেক্ষ জোটের প্রশ্নে সিপিএমের আভ্যন্তরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে | রাজনৈতিক মহল মনে করছে যে , 'মোদি মমতা এক হ্যায় ' স্লোগানের মাধ্যমে মুসলিমদের আস্থা অর্জন করাই হল সিপিএমের লক্ষ্য | সে জন্য বঙ্গে দলের প্রচারের মুখ হিসাবে তুলে ধরা হতে পারে মহম্মদ সেলিমকে | তবে মহম্মদ সেলিমকে সিপিএম প্রচারের মুখ করতে চাইলেও পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘু ভাইদের কাছে তিঁনি কতটা জনপ্রিয় হোয়ে উঠতে পারবেন তা নিয়ে ধন্দে রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment