"মুর্শিদাবাদে প্রয়াত মান্নান হোসেনের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনে অভিষেক "

স্নেহাশিষ মুখার্জি : মুর্শিদাবাদ জেলা তৃণমূল  কংগ্রেসের সভাপতি ও প্রাক্তণ সাংসদ মান্নান হোসেনের ১৪ তারিখে প্রয়াত হবার চার দিন পরে এক পরিবারিক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূলের হাই কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য ব্যাক্তিবর্গ গন | উক্ত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রয়াত মান্নান হোসেনের আত্মার শান্তি কামনার পাশাপাশি বলেন  'রাজনৈতিক ভাবে লড়াই করে যেভাবে আপনারা প্রধান শক্তি হিসাবে তৃনমূল কংগ্রেসটাকে দাঁড় করিয়েছেন , মান্নান হোসেন যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন , তাঁর অসম্পূর্ণ কাজগুলো আপনাদেরই করতে হবে | সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন '| 

আজকের এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি স্বাভাবিক ভাবেই বিরোধিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে | প্রয়াত মান্নান হোসেনের বড় ছেলে রাজীব হোসেন তথা  লালবাগ মহকুমার তৃনমূল সভাপতি আমাদেরকে জানান - ' তাঁর বাড়ীতে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সঙ্গে করিমপুরে এক সভায় মহুয়া মিত্র , শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন | আগামী ২রা ডিসেম্বর মুর্শিদাবাদের বহরমপুরের স্টেডিয়ামের মাঠে দলের তরফ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হোয়েছে | রাজ্য থেকে নির্দেশ আছে যতদিন এই স্মরণ সভা না হচ্ছে ততদিন সমস্ত রাজনৈতিক অনুষ্ঠান , প্রক্রিয়া বন্ধ থাকবে | ঐ স্মরণ সভায় শুভেন্দু অধিকারী , ববি হাকিমের সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , ও সুব্রত বক্সীর মত শীর্ষ নেতৃত্বরাও | 

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে অধীরের দুর্গে তৃণমূলের ঘাস ফুল ফোটাতে প্রয়াত মান্নান সাহেবের ভূমিকা ছিল অপরিসীম | তাঁর এই অকাল মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের উপর যঠেষ্ট পরিমাণে প্রভাব পড়তে চলেছে | যদিও কিছু কিছু রাজনৈতিক নেতাদের মতে তিঁনি তাঁর যোগ্য উত্তরসূরীও বানিয়ে গিয়েছেন ,বৰ্তমানে মুর্শিদাবাদের রাজনিতীতে একজন দক্ষ সাংগঠনিক নেতা  হিসাবে তাঁর পুত্র রাজীব হোসেন নামটি খুবই পরিচিত  গ্রহণযোগ্য  |


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment