কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদির আগ্রাসী নীতির সর্বশেষ টার্গেট হচ্ছে লেবানন। সেই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে সৌদি আরব।লন্ডনে একটি গোলটেবিলে বৈঠকে বক্তব্য দেয়ার সময় কাতারের এ শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, সৌদি আরবের সিদ্ধান্তে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন এবং রিয়াদ সফরে গেলে তাকে এ কাজ করতে বাধ্য করা হয়।আলে সানির কথায় লেবানন একটি ভঙ্গুর রাষ্ট্র। দেশটিতে বড় ধরণের রাজনৈতিক শূণ্যতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পদত্যাগের জন্য চাপ দেয়া হচ্ছে। এটি প্রত্যেকের জন্য স্পর্ষকাতর বিষয় এবং এটি একটি ধ্বংসাত্মক নীতি।তিনি আরো বলেন, বড় রাষ্ট্র হয়ে সৌদি আরব একটি ছোট রাষ্ট্রের প্রতি শক্তিমত্তা প্রদর্শন করছে। সৌদি আরবের এ আচরণ আমরা কাতারে দেখেছি এবং এখন লেবাননের ক্ষেত্রে এর পুনরাবৃত্তি দেখছি।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment