Indiapost24 Desk:ডিমের দাম কে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার.. পশ্চিমবঙ্গ সরকারের "সুফল" স্টল গুলিতে ৬ টাকা দামে এবার পাওয়া যাবে.. আজ থেকেই রাজ্যের সমস্ত "সুফল" স্টল গুলিতে ৬ টাকা দামের মিলবে বলে জানিয়েছে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী..এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দফতর সূত্রে খবর, ভবিষ্যতে ডিম আমদানি কমিয়ে উৎপাদনের জোর দেয়া হবে,আর ১০ হাজার মুরগির বাচ্চা পালন করলেই ৮ লক্ষ টাকা পর্যন্ত ইন্সেন্টিভ দেয়া হবে..
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment