ভুলের মাশুল হিসেবে বলিউড সুন্দরী রানিকে গুনতে হয়েছে ২৩ লাখ টাকা

বলিউড সুন্দরী রানি মুখার্জি মুম্বাই পৌরসভার সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন। আইন না মেনে মুম্বাইয়ের বাংলোতে কিছু কাজ করায় এই নায়িকার নামে মুম্বাই পৌরসভায় অভিযোগ দায়ের হয়। এরপর রানির বাড়ির নির্মাণকাজ কিছুদিন বন্ধ রাখার পর সেই ঝামেলা মিটমাট করেন তিনি। কিন্তু এই আইনি প্যাঁচ থেকে রেহাই পাননি।
এই ভুলের মাশুল হিসেবে তাকে গুনতে হয়েছে ২৩ লাখ টাকা ! জরিমানা দেয়ার পর বাংলোর বাকি কাজ সম্পন্ন করার অনুমতি পান রানি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমোদিত নকশা না মেনে বাংলোর কাজ করিয়েছেন। গত আগস্ট মাসে মুম্বাই পৌরসভায় এই তারকার নামে একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। তদন্ত শুরুর পর তারা বাংলোর নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেয়।বিএমসির ভবন প্রস্তাব বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘আমরা রানি মুখার্জির কাছ থেকে ২৩ লাখ টাকা  জরিমানা আদায় করেছি। তার কাছে এর চেয়ে বেশি জরিমানা চাওয়া হয়নি। এখন তিনি আবার তার বাড়ির কাজ শুরু করতে পারবেন।’


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment