স্নেহাশিষ মুখার্জি :বিতর্কিত বৈরমপুরের সাউথসিটি রিট্রিট প্রজেক্টে আবার তোলাবাজি মারধর ও গুণ্ডামি | অভিযোগের তীর সরাসরি এপিএন ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে | অভিযোগ এপিএন ইনফ্রাস্ট্রাকচার এ কর্মরত পলাশ মোল্লা , মনিনুর রহমান ওরফে বাপী , ও হবিবুর রহমান ওরফে লাল্টু এই ত্রয়ীর যোগসাজশে সাউথসিটি রিট্রিট প্রজেক্টে কর্মরত অন্য কন্ট্রাক্টটারের কর্মীদের চমকানো , বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ দীর্ঘ ১ বছর ধরে চলে আসছে | নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী এই "এপিএন ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড" এর 'এ ' মানে আল্তু , ' পি ' মানে পান্না , ও 'এন ' মানে ননী | সূত্রের খবর অনুযায়ী এরা মূলতঃ ভাঙরের প্রাক্তণ এমএলএ আরাবুল ইসলাম ও বর্তমান মন্ত্রী রেজ্জাক মোল্লার ঘনিষ্ট বলেই এলাকায় পরিচিত | রাজনীতির ছত্রছায়ায় এলাকায় রাহাজানি,মস্তানি,গুণ্ডামি ,পুলিশ প্রশাসনকে চমকানোর মত গুরুতর অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে | পাওয়ার গ্রিডের কন্সট্রাকশনেও জড়িত ছিল এই এপিএন | আমাদের মাধ্যম থেকে এই প্রোজেক্টের উচ্চপদস্থ কর্তা ডি.জি.এম সঞ্জিব বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিঁনি বলেন " ইতিমধ্যে এই প্রজেক্টকে গেটওয়ে অফ সুন্দরবন আখ্যায়িত করা হয়েছে ,যা ভারতবর্ষে একটি বৃহত্তম ট্যুরিজম প্রজেক্ট | তবে দুর্ভাগ্যজনকভাবে এলাকার কিছু সমাজবিরোধিদের অত্যাচারে দীর্ঘদীন যাবৎ তাঁরা হুমকি , দাদাগিরি , তোলাবাজির সম্মুখীন হচ্ছেন | তবে এদিন তাদেরই প্রজেক্ট এ কর্মরত দায়িত্বশীল এক কর্মীর ওপরে এরকম আচমকা দৈহিক আক্রমণকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ভীষণভাবে ভয় ও উদ্বেগের সৃষ্টি হয়েছে | তিঁনি আরও বলেন এই রকম চলতে থাকলে এই প্রজেক্টের সাথে জড়িত বহিরাগত ইঞ্জিনিয়াররা হয়তো আর নাও আসতে পারেন | ফলস্বরুপ প্রজেক্ট অসম্পুর্ণ থাকার আশঙ্কাও তিঁনি প্রকাশ করেন "| অন্যদিকে প্রশাসন সূত্রের খবর তদন্ত চলছে , খুব শীঘ্রই যথযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে |
Home / Breaking News /
Complain and Grievances /
West Bengal
/ গেটওয়ে অফ সুন্দরবনের ভবিষ্যৎ তবে কি তোলাবাজদের হাতে?
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment