দূষণমুক্ত নতুন ধাপা তৈরি হচ্ছে রসপুঞ্জে .......

Indiapost24 Desk:শহর কলকাতার কলেবর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তার আবর্জনার পরিমান |বিকল্প ডাম্পিং গ্রাউন্ডের জন্য রাজারহাটে ২০ একর জমি পেয়ে গিয়েছিলো পুরসভা |এবার সেই তালিকায় যুক্ত হল জোকার কাছে রষপুঞ্জের ১০০ একর জমি .এখানেই বিকল্প ডামপিং গ্রাউন্ড তৈরি করার সুযোগ |এই প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রয়োজনীয় ঋণের অনুমোদন ও দিয়ে দিয়েছে |কলকাতা শহরে প্রতিদিন ৫৩৭২ টন আবর্জনা তৈরি হয় ,যার মধ্যে ১৯০০ টন আবর্জনা পুনর্ব্যবহার করা সম্ভব |রসপুঞ্জ আবর্জনাকে পুনর্বাবহারযোগ্য করে তোলার ক্ষমতা বাড়ানো হবে |এই জায়গাটি এমনভাবে তৈরি করা হবে ,যাতে বাইরে থেকে দেখে ময়লা ফেলার জায়গা বলে চেনা না যায় |পাশাপাশি রাজারহাটের মত এখানেও জমা হওয়া জঞ্জাল থেকে বিদ্যুৎ ও সার তৈরি করা হবে |বাকি আবর্জনা নিদিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি মেনে ফিরিয়ে দিতে হবে প্রকৃতিকে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment