যাতায়াত সুগম করতে দক্ষিণ ২৪ পরগনায় ১২ টি পন্টুন জেটি তৈরির পরিকল্পনা

Indiapost24 Desk:সুন্দরবনের দক্ষিণ ২৪ পরগনায় যাতায়াত আরো সুগম করতে রাজ্য সরকার পন্টুন জেটি পরিষেবা চালু করছে |এই জেটিগুলি সব আবহাওয়ায় ,সারাদিন চালু থাকবে |শীত ,গ্রীষ্ম ,জোয়ার ,ভাঁটা সব পরিস্থিতিতেই এই জেটি চালু থাকবে |যা নিত্য যাত্রীদের খুব উপকারে লাগবে |প্রথম দফায় ১২ টি জেটি তৈরি হবে ৪ কোটি টাকা বায়ে |পূর্ত ও পরিবহন দপ্তর যৌথভাবে এই প্রকল্পটি সম্পন্ন করবে |এর জন্য সমীক্ষা শুরু হয়ে গেছে |কয়েকটি জেটি হবে আন্তৰ্জাতিক মানের |এগুলি হবে পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা ও জি প্লটে ,বকখালির ফ্রেসারগঞ্জে ,গোসাবার পাখিরালয় ও রঙ্গাবালিয়া ,সাতজেলিয়ার দয়াপুর ,বাসন্তীর ঝড়খালি ,কুলতলির কৈখালী ,সাগরের কচুবেড়িয়া ও বেনুবন ,কাকদ্বীপ ও নামখানায় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment