Indiapost24 Desk:কলকাতার রানী রাসমনি রোডে বিজেপির সমাবেশে যোগ দিয়ে ১০ ই নভেম্বর একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়, সাংসদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হাজার হাজার বিজেপি কর্মীদের সম্মুখে বিশ্ববাংলা ও জাগো বাংলা সম্পর্কিত বিভিন্ন ভাবে আক্রমণাত্মক ও নীতিবিরুদ্ধ কথাবার্তা বলে সভাকে উল্লাসিত করার চেষ্টা করে ও তার নতুন দল বিজেপি পার্টির কর্মীদেরকে চাঙ্গা করতে গেয়ে শেষ পর্যন্ত আজ তাকে মহামান্য আদালত এর রেস্ট্রেইনিং অর্ডার এর সম্মুখীন হতে হয়..
কার্যত উক্ত সভার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনতিবিলম্বে দলত্যাগী মুকুল রায়ের বিরুদ্ধে মহামান্য আদালতের দ্বারস্থ হন এবং একটি মানহানি মামলা দায়ের করেন তার ওই সব আজগুবি ও মিথ্যা আপত্তিজনক বিবৃতির জন্য..ফল স্বরূপ আজ মহামান্য অলিপুদুয়ার সিভিল জজ কোর্টের তরফ থেকে মুকুল রায়কে একটি রেস্ট্রেইনিং অর্ডার ইস্যু করে তাকে সাবধান করে দেয়া হয় এবং তাকে পরবর্তী শুনানি পর্যন্ত এই বিষয় সংক্রান্ত কোনো রকম কিছু না বলতেও নির্দেশও দেওয়া হয়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত কোনো সংস্থা বিষয়ও কোনো রখম মন্তব্য করতে পারবেনা .. যদিও এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ডিসেম্বর.২০১৭.. অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মিলে গেলো প্রাথমিক জয়..
কার্যত উক্ত সভার পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনতিবিলম্বে দলত্যাগী মুকুল রায়ের বিরুদ্ধে মহামান্য আদালতের দ্বারস্থ হন এবং একটি মানহানি মামলা দায়ের করেন তার ওই সব আজগুবি ও মিথ্যা আপত্তিজনক বিবৃতির জন্য..ফল স্বরূপ আজ মহামান্য অলিপুদুয়ার সিভিল জজ কোর্টের তরফ থেকে মুকুল রায়কে একটি রেস্ট্রেইনিং অর্ডার ইস্যু করে তাকে সাবধান করে দেয়া হয় এবং তাকে পরবর্তী শুনানি পর্যন্ত এই বিষয় সংক্রান্ত কোনো রকম কিছু না বলতেও নির্দেশও দেওয়া হয়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত কোনো সংস্থা বিষয়ও কোনো রখম মন্তব্য করতে পারবেনা .. যদিও এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ডিসেম্বর.২০১৭.. অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মিলে গেলো প্রাথমিক জয়..
0 comments:
Post a Comment