১২ ঘণ্টারও বেশি সময় মৃতদেহ পড়ে রইল আসানসোল স্টেশনেই

Souradeepto Sengupta: ধর্মঘট ডেকেছে আসানসোল স্টেশনের মৃতদেহ উদ্ধারকারীরা। তাই ব্যক্তির মৃতদেহ পড়ে রইল ১২ ঘণ্টারও বেশি সময় ধরে। আসানসোল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে পড়ে রইল মৃতদেহ।
জানা গেছে, গতরাতে মিথিলা এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন মহম্মদ কেরামত খান। ট্রেনের ভিতরেই শারীরিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আসানসোল স্টেশনে নামানো হলে সেখানকার চিকিত্সকরা জানান, মৃত্যু হয়েছে মহম্মদ কেরামতের। তারপর হাসপাতালে না নিয়ে গিয়ে প্লাটফর্মের ৪ নম্বর পাল্টফর্মে ঢাকা দিয়ে পড়ে থাকে মৃতদেহ।যেহেতু ট্রেনের মধ্যে মৃত্যু হয়েছে কেরামতের, সেহেতু মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠাতে হবে। কিন্তু মৃতদেহ বাহক বা উদ্ধারকারী দলের সদস্যরা কর্মবিরতি ডেকেছেন। সে কারণে মৃতদেহ স্টেশনেই পড়ে থাকে সকাল পর্যন্ত।আসানসোল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় রেল দুর্ঘটনায় বা অসুস্থতায় মৃতদের দেহ উদ্ধারের জন্য ১০ জনের উদ্ধারকারী দল আছে। তারা মৃত ব্যক্তির দেহ উদ্ধার পিছু ১০০০ টাকা করে পেত। কিন্তু রেল কর্তৃপক্ষ হঠাৎ সেই টাকা কমিয়ে ৭০০ টাকা করে দেয়। আর তার প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে চলছে ধর্মঘট। ফলে রেল দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ পড়ে রইল আসানসোল স্টেশনে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment