পশ্চিমবঙ্গে স্কুল ছাত্রীদের বিয়ে রুখতে এপ্স চালু

Indiapost24 Desk:রাজ্যে স্কুল ছাত্রীদের বিয়ে রুখতে নতুন এপ্স চালু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার |প্রত্যেকটি স্কুলে এর কর্তৃপক্ষকে এই এপ্স টি দেওয়া হবে |এপ্লিকেশন ব্যাবহার করে শিক্ষক শিক্ষিকারা ছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করবেন |কোন ছাত্রী ৫ দিন অনুপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তৎক্ষণাৎ জানান হবে |
ইউনেস্কো এবং এডমিনিষ্টেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই এপ্স এনেছে রাজ্য সরকার |মালদহ জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দপ্তর যুক্ত এই প্রকল্পে |সারা রাজ্যে এই এপ্লিকেশন চালু করার আগে মালদহ জেলাকে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট হিসেবে |এর আগে কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার |যার ফল ও মিলেছে |এই এপ্স চালুর মাধ্যমে এই সামাজিক ব্যাধি আরও কমবে বলেই মনে করছে প্রশাসন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment