Indiapost24 Desk:গুজরাট ও হিমাচলপ্রদেশে দলের জয় নিশ্চিত হতেই বিজয় উল্লাসে মেতে উঠল মুরলিধর সেন লেন |কলকাতায় রাজ্য সদর দপ্তরে আবির খেলায় মেতেছেন বিজেপি নেতা কর্মীরা |হাজির ছিলেন লকেট চট্টোপাধ্যায় ও |সকালের দিকে গুজরাটে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেখা দেয় |একটা সময় কয়েকটি আসনেও এগিয়ে যায় কংগ্রেস |তার প্রভাব দেখা যায় রাজ্য বিজেপির সদর দপ্তরে |সে সময় কার্যত জনমানবশূন্য হয়ে পড়েছিল সদর দপ্তর |কিন্তু বেলা বাড়তেই ভোটের ফলের আভাস বদলাতে শুরু করে |গুজরাটে কংগ্রেসকে পিছোনে ফেলে অনেকটাই এগিয়ে যেতে শুরু করে বিজেপি |এরপরই উল্লাসে মেতে ওঠেন কলকাতায় দলের নেতা কর্মীরা |সদর দপ্তরে হাজির হন লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীরা |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment