অপহৃতা নাবালিকার গোপন জবানবন্দী নেওয়ার নির্দেশ পুলিশকে -হাইকোর্টের

Indiapost24 Desk:অপহৃতা নাবালিকার গোপন জবানবন্দি নেবে পুলিশ। শুধু তাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ এখনও পর্যন্ত  কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়েও রিপোর্ট  দিতে হবে পুলিশকে। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক।আইনজীবী প্রীতম চোধুরি এদিন আদালতকে জানান,পূর্ব-মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তগত গোকলপুর গ্রামের বাসিন্দা অশ্বীনী কুমার জানা।তার নাবালিকা মেয়েকে অপহরণ করা হয় চলতি বছরের ১৯ নভেম্বর।এই ঘটনার জন্য তিনি স্থানীয় থানায় সুরজিত মণ্ডল, গৌরহরি মন্ডল শ্যামলী মন্ডলের নামে অভিযোগ করেছিলেন।পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করলেও কাউকে ধরতে পারেনা। নাবালিকার পরিবারের পক্ষ থেকেও চারদিকে খোঁজ খবর  নেওয়া শুরু হয়। এই ভাবে হঠাৎ করে অশ্বীনীবাবু জানতে পারেন যে, তার মেয়েকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেও গিয়েছিলেন। কিন্তু খালি হাতেই ফিরে এসছিলেন। এরপর তিনি ৫ ডিসেম্বর দীপঙ্কর পণ্ডিত, বিশ্বজিত বমণ, মিলন ভুইযা, নয়ন দাসের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তারপরেও মেয়ের খোঁজ না পেয়ে তিনি হাইকোর্টে  মামলা দায়ের করেন গত ৮ তারিখে। মামলা হওয়ার পরই পুলিশ গত ১২ তারিখে মেয়ের খোঁজ পেয়েছে। ওই দিনই তাকে নিম্ন আদালতে তোলা হয়েছিল। আদালতের নির্দেশে  তাকে একটি হোমে পাঠানো হয়েছে। অপরদিকের রাজ্যের পক্ষ থেকে আইনজীবী আনন্দ ফরমানিয়া আদালতকে জানান, গত ১৫ তারিখে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে সুরজিত নামে একজনকে ধরা হয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানতে চায়, নাবালিকার গোপন জবানবন্দী নেওয়া হয়েছে কি না। সেটা নেওয়া হয়নি জানার পরই আদালত পুলিশকে নির্দেশ দেয়, অপহৃতার গোপন জবানবন্দী নিতে হবে সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি কি  পদক্ষেপ নিয়েছে তা আদালতকে জানাতে হবে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment