"কলকাতা আই"-এর কাজ শুরু নতুন বছর থেকেই ......

Indiapost24 Desk:নতুন বছর শুরু হতে চলেছে মিলেনিয়াম পার্কে 'কলকাতা আইএর 'কাজ |দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ হোয়েছে |এ কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্ৰী ফিরহাদ হাকিম  | মন্ত্রী  জানান,এই প্রকল্প রূপায়ণের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হোয়েছে |.৯ ডিসেম্বর বিশ্ব দরপত্র ডাকা পর্ব শেষ হয়েছে  |১১ ডিসেম্বর অর্থাৎ কাল দরপত্র খোলা হবে |অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হবে কলকাতা আই |এর উচ্চতা হবে ১৩৫ মিটার |১২০ মিটার চওড়া |মিলেনিয়াম পার্কে এই জায়েন্ট হুইল তৈরি করা হবে |একবার ঘুরতে সময় লাগবে ৪৫ মিনিট |যেখান থেকে পুরো কলকাতা শহরকে দেখা যাবে |থাকবে বিনোদন পার্ক ,ক্যাফেটেরিয়া |নিঃসন্দেহে শহরবাসীর কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে এটি |আশা করা হচ্ছে ,২৪ মাসের মধ্যে কলকাতা আই নির্মাণের কাজ শেষ করে ফেলা হবে |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment