"রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই অসৎ পুলিশ অফিসারদের ভাগাড়ে পোস্টিং: জয় ব্যানার্জী

স্নেহাশিষ মুখার্জি :নদিয়ার চাপড়া থানার অন্তৰ্গত দৈয়ের বাজারে বিজেপির প্রকাশ্য এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য নেতা জয় ব্যানার্জী নদিয়ার পুলিশ প্রশাসনের উদ্দ্যেশ্যে সরাসরি অভিযোগ করেন " চাপড়ায় যে দালাল চক্রের মাধ্যমে এবং একশ্রেণির অসৎ পুলিশ অফিসারের যোগসাজশে ফেন্সিডিল,গাঁজা ও রকমারি ড্রাগ বিক্রি হয় তাতে পুলিশ প্রশাসন দোষী ব্যাক্তিদের সাজা না দিয়ে খুঁজে খুঁজে কিছু বিজেপি কর্মীদের কেস দিচ্ছে আর দোষীদের সুযোগ দিচ্ছে রমরমিয়ে এই নেশার সামগ্রী বিক্রি করতে "| এরপর তিঁনি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন - এরকম খেলা যেনো তাঁরা আর না খেলেন | যদি এরপরও প্রশাসন এরকম খেলা খেলে তাহলে সেটা খুব ভুল হয়ে যাবে বলে  প্রশাসনের উদ্দ্যেশ্যে জানান |  


মঞ্চ থেকে বিজেপি নেতা ব্যাঙ্গ করে আরও বলেন পৃথিবীর সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকা এঁবং মানুষও ঘুরছে | বিজেপিও একদিন ক্ষমতায় আসবে , এখন যে সব পুলিশরা দিদির দাসত্ব করছেন বিজেপি তাঁদের চিহ্নিত করছে , যে সব পুলিশ অফিসাররা বিজেপির নিরীহ কর্মীদের  উপর অত্যাচার করে গাঁজা পাচারে অভিযুক্ত করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা নানা মামলা সাজাচ্ছে তাঁদের ওপরেও বিজেপি নজর রেখে চলেছে | তাই পদ্ম শিবিরের একটা গেরুয়া ডায়রিতে এই সব পুলিশ অফিসারদের নাম তুলে রাখা হচ্ছে | আর যেদিন বিজেপি পাকাপাকিভাবে পশ্চিমবঙ্গে সরকার গড়ে তুলতে সমর্থ হবে সেদিন এই গেরুয়া ডায়রিতে তোলা নামের অফিসারদের ভাগাড়ে বদলি করে দেওয়া হবে | যেখানে এইসব পুলিশদের শকুন আর চিল গোনা ছাড়া আর কোন উপায় থাকবে না | আর সেইসঙ্গে পাশাপাশি তাঁরা সৎ,নির্ভীক,সাহসী পুলিশ অফিসারদের নিয়ে সরকার গড়বেন বলেও বৃহঃস্পতিবার মঞ্চ থেকে তিঁনি জোর গলায় দাবি করেন | 
এদিন তাঁর এই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে  সিপিএম থেকে ৫০ টা পরিবার পদ্ম শিবিরে নাম লেখান  | এই ভাবে বিজেপির নেতা জয় ব্যানার্জীর মঞ্চ থেকে জনসমক্ষে ওঠা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নদিয়া পুলিশ সুপারের সঙ্গে  আমাদের মাধ্যম থেকে ফোনে অভিযোগের সত্যতা যাচাই করলে তিঁনি এই বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে স্পষ্টত জানিয়ে দেন আমাদের প্রতিনিধিকে  |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment