বঙ্গে মমতাকে চাপে রাখতে অমিত শাহের পালটা কৌশল

Indiapost24 Desk:নোট বাতিল কাণ্ডে তীব্র  মোদি বিরোধি রাজনীতি ও রাহুল গান্ধির কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে সামনের সারিতে উঠে আসতে চাইছেন |এজন্য বিজেপি শীর্ষ নেতারা প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে পালটা কৌশল নিয়েছেন |সারদা নারোদা রোজভ্যালি কাণ্ডে সিবিআই ,ইডি নতুন করে তদন্তের গতি বাড়াতে চাইছে |মমতা শিবিরের আশঙ্কা যে ,প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পশ্চিমবঙ্গে চাপের রাজনীতি করতে চাইছে কেন্দ্র ও বিজেপি দল |রাজনৈতিক মহল মনে করছে ,পশ্চিমবঙ্গে বসিরহাট ,বাদুড়িয়া ,ধুলাগড় ,ক্যানিং এ সাম্প্রদায়িক সংঘর্ষ ছাড়াও রাজ্যের বেশ কিছু অংশে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রক বহু গুরুত্তপূর্ণ তথ্য তুলে রিপোর্ট পাঠানোর পর স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে রিপোর্ট চেয়ে পাঠায় |এরপর রাজ্যপাল ধূলাগড় সহ বিভিন্ন ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠানোয় |নবান্নে অসস্তি তৈরি হয় |

কেশরীনাথ ত্রিপাঠি রাজ্যের রাজনৈতিক ও সামপ্রদায়িক পরিস্থিতি নিয়ে কেন্দ্ৰীয় স্বারষ্ট্রমন্ত্রকে একাধিক রিপোর্ট পাঠিয়েছেন বলে খবর |রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে জামাতে ইসলামীয় মত মৌলবাদী শক্তি হাওড়া সহ দক্ষিণবঙ্গ তৃণমুলেরই একাধিক সংখালঘু নেতার মদতে দ্রুত শক্তিবৃদ্ধি করছে |তাই মমতা মোদী বিরোধিতাকে কাউন্টার করার জন্য প্রধানমন্ত্রীর সচিবালয় আইন শৃঙ্খলা ,রাজ্যে জেহাদি কার্যকলাপ সহ নানা ইস্যু নিয়ে রাজ্য সরকারের ওপরে চাপ বাড়াচ্ছে |
আর  বিজেপি সভাপতি অমিত শাহের নির্দেশেই চাপ বাড়ানো হচ্ছে |এদিকে মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর বিজেপির ভুমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নায়ুর চাপ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment