ডিএ মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে ৯ জানুয়ারি থেকে

Indiapost24 Desk:আগামী বছরের গোড়া থেকেই ডিএ মামলার চূড়ান্ত শুনা্নি শুরু হতে চলেছে।জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে এই মামলা শুরু হবে বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর বি শরাফের ডিভিশন বেঞ্চে।তবে শুনানির শুরুতেই হাইকোর্ট দেখে নেবে যে আদৌ রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ পাওয়া উচিত কি না। মঙ্গলবার এই মামলার শুনানির দিন ছিল। মামলা চলাকালেই এই বেঞ্চ জানিয়ে দেয়, আগে ঠিক করা হবে যে, আদৌ রাজ্য সরকারি কমীরা ডিএ পাবেন কি না। কেন না, এর আগে স্যাট ( স্টেট অ্যাডমিনিস্ট্রেটীভ ট্রাইবুনাল) জানিয়ে দিয়েছিল, ডিএ দেওয়াটা রাজ্যের ওপর নির্ভর করে। রাজ্য যদি মনে করে তবেই ডিএ দিতে পারে। তাই হাইকোর্ট  আগে সেই বিষয়টি দেখে নিতে চাইছে বলে জানিয়ে দিয়েছে এই বেঞ্চ। স্যাটের সেই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্ট মামলা দায়ের করা হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ এই মামলাটি করেছে। এদিন মূল মামলাটির সঙ্গে রাজ্য কো-অডিনেশন কমিটিও যুক্ত হয়েছে।
এর আগে এই মামলাটি হয়েছিল, হাইকোর্টের পূর্বতন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে। সেখানে রাজ্যের পক্ষ থেকে একটি নোটিফিকেশন  পেশ করে জানিয়ে দেওয়া হয়েছিল, জানুয়ারি মাসে রাজ্য সরকারের কর্মচারীদের  ১৫ শতাংশ ডিএ দেওয়া হবে।এরপর আর কোনও ডিএ বাকি থাকবে না।রাজ্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠেছিল, বাকি ৪৮ শতাংশ ডিএ তো বকেয়া থেকেই যাবে। তার কি হবে? সেই বিষয় নিয়েই আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই মামলা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment